image

২২ মে/ বিআইটিআইডিতে ১৩ পুলিশসহ চট্টগ্রামের শনাক্ত ৩৭ জন

image

চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ২৪৭ জনের নমুনা পরীক্ষায় চট্টগ্রামে আরও ৩৭ করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ২৭ জন নগরের এবং চট্টগ্রামের চার উপজেলার ১০ জন।

 

শুক্রবার (২২ মে) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা.সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেন।  

 

চট্টগ্রাম মহানগরের ২৭ জনের মধ্যে ১৩ জন পুলিশ সদস্য। চট্টগ্রামের ২৭ হলেন, সিটি গেইট পুরুষ (৩০), চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল পুরুষ (৩৭), মধ্যে গৌসালডাঙ্গা পুরুষ বয়স (৫৭), একই এলাকার মহিলা (৪৪), বউ বাজার পুরুষ (৩৫), বায়েজিদ পুরুষ (৩২), বিআইটিআইডি মহিলা (৫৫), দামপাড়া পুলিশ লাইন পুরুষ (৩৮), বিআইটিআইডি পুরুষ (২৩),বিআইটিআইডি মহিলা (১৮), ,বিআইটিআইডি মহিলা (৪৯),হালিশহর পুলিশ লাইন পুরুষ তিন জন যথাক্রমে (৫৭),(২৪) ও (৩৪)। মেট্টোপলিটন হাসপাতাল পুরুষ (৭২), পাচঁলাইশ মীর্জাপুল ২ জন একজন পুরুষ (৪১) অন্যজন মহিলা (১৩), ও আর নিজাম রোড ১ পুরুষ (২২), ইন্ডাস্ট্রিয়াল পুলিশ নয়জন পুরুষ বয়স যথাক্রমে, (২২),(২২),(২১),(২১),(২৬),(২১),(২২), (২১) ও (২৩)।  

বিভিন্ন উপজেলার ১০ জন হলেন, পটিয়ার মহিলা বয়স (১৭), বোয়ালখালী পুরুষ (৩৮), হাটহাজারী ২ জন একজন মহিলা বয়স (৪৯) ও অন্রজন পুরুষ (২৫), সীতাকুন্ড উপজেলার আমিরাবাদ পুরুষ (১৬) রাউজান উপজেলার ৫ জনের মধ্যে একজন মহিলা (৫৪), বাকি চারজন পুরুষ (৩৫),(১৫),(৪৮) ও (৩২)।

 

image

সম্পাদক : এম. নাসিরুল হক

ফোনঃ ০৩১২৮৫০৫৯০
ই-মেইল : news@cvoice24.com
news.cvoice24@gmail.com

সিভয়েস মিডিয়ার একটি প্রতিষ্ঠান

আর কে আর ট্রেড সেন্টার
বাড়িঃ ২৩৪, নিচতলা, ঝাউতলা স্টেশন রোড দক্ষিণ খুলশী, চট্টগ্রাম

সর্বস্বত্ত্ব সংরক্ষিত, এই ওয়েব সাইটের যেকোন লিখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনি

Copyright © cvoice24.com 2018