image

চট্টগ্রামে করোনাকে জয় করলো আরো ৬ জন

image

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনাভাইরাসকে (কোভিড-১৯) জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরো ৬ জন। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার ( ২২ মে) বিকেলে তারা হাসপাতাল থেকে ছাড়পত্র পান তারা। এরা হলেন, নগরীর সদরঘাটের ইয়াসিন (৩৫), ইপিজেডের বেলাল হোসেন (৩৫), বাকলিয়ার মো.আইশাক (৭২), নগরীর ২ নাম্বার গেইট মেয়র গলি নাদিরুজ্জামান (৫৫), সাতকানিয়া উপজেলার হেলাল (৩৮) ও বাদামতলী মহসিন হাবীব (২৩)। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব জানান ।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ থেকে সুস্থ হয়ে ৬ জন বাড়ি ফিরেছেন। আজ শুক্রবার বিকেলে তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। তবে আগামী ১৪ দিন তাদের হোম কোয়ারান্টাইনে থাকতে হবে। তথ্যমতে, শুক্রবার বিকেল পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্তের মোট সংখ্যা দাঁড়ালো ১৩১৮ জনে৷ এরমধ্যে চট্টগ্রাম মহানগরে ৯৯৭ ও উপজেলায় ৩২১ জন। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে।করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪৬ জন।

image

সম্পাদক : এম. নাসিরুল হক

ফোনঃ ০৩১২৮৫০৫৯০
ই-মেইল : news@cvoice24.com
news.cvoice24@gmail.com

সিভয়েস মিডিয়ার একটি প্রতিষ্ঠান

আর কে আর ট্রেড সেন্টার
বাড়িঃ ২৩৪, নিচতলা, ঝাউতলা স্টেশন রোড দক্ষিণ খুলশী, চট্টগ্রাম

সর্বস্বত্ত্ব সংরক্ষিত, এই ওয়েব সাইটের যেকোন লিখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনি

Copyright © cvoice24.com 2018