image

সাতকানিয়ায় শঙ্খ নদীতে মিলল বিরল প্রজাতির মাছ

image

সাতকানিয়ায় শঙ্খ নদীর জেলেদের জালে ধরা পড়ল বিরল প্রজাতির একটি মাছ। গত বুধবার সন্ধ্যায় উপজেলার বাজালিয়ার চৌধুরীপাড়া এলাকায় শঙ্খ নদীতে এক জেলের জালে বিরল প্রজাতির মাছটি ধরা পড়ে। এ মাছের ওজন প্রায় ২৫০ গ্রাম। মাছটির নাম ‘সাকার ফিস’ বলে জানা যায়।

বাজালিয়ার ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. শামসুল ইসলাম জানান, শঙ্খ নদীতে জাল দিয়ে মাছ ধরার সময় বুধবার সন্ধ্যায় বালি জলদাশের জালে মাছটি ধরা পড়ে। জেলে মাছটি আমার বাবাকে দিয়ে দিলে তিনি বাড়িতে নিয়ে আসেন। পানি দিয়ে মাছটি জীবিত রাখা হয়েছে। পুরো শরীর শক্ত কাটায় আবৃত এ বিরল প্রজাতির মাছটি দেখতে অনেকে বাড়িতে এসে ভীড় করেন। এলাকার বয়োবৃদ্ধরা বলছেন এ ধরণের মাছ আগে কখনো দেখিনি।
তারা আরো বলেন, দেখতে সুন্দর তবে এটি খাওয়ার উপযোগী নয়। এ ধরণের মাছ এ্যাকুরিয়ামে সৌন্দর্য বর্ধক হিসেবে রাখা হয়। এটি বিদেশী জাতের একটি মাছ। বর্তমানে মাছটি ইউপি সদস্য মো. শামসুল ইসলামের বাড়িতে আছে। তিনি মাছটি নদীতে ছেড়ে দেয়া হবে বলে জানান।


 

image

সম্পাদক : এম. নাসিরুল হক

ফোনঃ ০৩১২৮৫০৫৯০
ই-মেইল : news@cvoice24.com
news.cvoice24@gmail.com

সিভয়েস মিডিয়ার একটি প্রতিষ্ঠান

আর কে আর ট্রেড সেন্টার
বাড়িঃ ২৩৪, নিচতলা, ঝাউতলা স্টেশন রোড দক্ষিণ খুলশী, চট্টগ্রাম

সর্বস্বত্ত্ব সংরক্ষিত, এই ওয়েব সাইটের যেকোন লিখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনি

Copyright © cvoice24.com 2018