Cvoice24.com


ঘরে বসে শবে বরাতের ইবাদত করার আহ্বান মেয়রের

প্রকাশিত: ১১:২১, ৮ এপ্রিল ২০২০
ঘরে বসে শবে বরাতের ইবাদত করার আহ্বান মেয়রের

ঘরে বসে ধর্মপ্রাণ মুসল্লিদের পবিত্র শবে বরাতের ইবাদত করার আহ্বান জানিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। বুধবার (৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে নগরবাসীকে পবিত্র শবে বরাতের শুভেচ্ছা জানিয়ে আ জ ম নাছির উদ্দীন বলেন, শবে বরাত ধর্মপ্রাণ মুসলিমদের জন্য অত্যন্ত মহিমান্বিত ও পবিত্র রাত। এ রাতে মহান আল্লাহ তা’আলা মানুষের জন্য রহমতের দরজা খুলে দেন।

তিনি বলেন, এই রাতে প্রত্যেক মুসলমান অতীতের ভুল-ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতে পরিশুদ্ধ জীবন যাপনের তাওফিক চেয়ে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে ফরিয়াদ করেন। আল্লাহর সন্তুষ্টির আশায় ইবাদত করেন।

নগরবাসীকে ঘরে বসে পবিত্র শবে বরাতের ইবাদত করার আহ্বান জানিয়ে সিটি মেয়র বলেন, আসুন এই রাতে আমরা একে অপরের জন্য দোয়া করি। আল্লাহ যেনো আমাদের করোনা ভাইরাস থেকে মুক্তি দেয় সেই মোনাজাত করি।

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়