Cvoice24.com


শবে বরাতের নামাজ বাসায় পড়ার অনুরোধ সিএমপির

প্রকাশিত: ০৭:৩৫, ৮ এপ্রিল ২০২০
শবে বরাতের নামাজ বাসায় পড়ার অনুরোধ সিএমপির

করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে শবে বরাতের নামাজ পড়াসহ অন্যান্য ইবাদত বাসায় সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। বুধবার (৮ এপ্রিল) দুপুরে সিএমপি কমিশনার মাহবুবুর রহমান নগরবাসীকে এ অনুরোধ করেন।

বিষয়টি সিভয়েসকে নিশ্চিত করেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার ও জনসংযোগ কর্মকর্তা আবু বকর সিদ্দিক।

আবু বকর সিদ্দিক বলেন, মসজিদ, মাজার, কবরস্থান, মিলাদ মাহফিল বা অন্য যে কোন ধর্মীয় অনুষ্ঠান এ অনুরোধের অন্তর্ভুক্ত। মূলত সামাজিক দুরত্ব বজায় রাখতেই সাধারণের প্রতি এ অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, আগামীকাল ৯ এপ্রিল চট্টগ্রামসহ সারা দেশে পবিত্র শবে বরাত অনুষ্ঠিত হবে। এবারই প্রথম করোনা ভাইরাসকে কেন্দ্র করে মুসল্লীরা ঘরে বসে নামাজসহ নানা ইবাদত পালন করবেন।

-সিভয়েস/এসএইচ/এমএম

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়