Cvoice24.com


করোনা রোগীর সংস্পর্শে চিকিৎসকসহ ১৮জন কোয়ারেন্টাইনে

প্রকাশিত: ০৬:২১, ৪ এপ্রিল ২০২০
করোনা রোগীর সংস্পর্শে চিকিৎসকসহ ১৮জন কোয়ারেন্টাইনে

চট্টগ্রাম নগরীর মেহেদীবাগ বেসরকারি ন্যাশনাল হাসপাতালের করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীর চিকিৎসার সাথে জড়িত ৩ চিকিৎসক, ১৫ জন নার্স ও ওয়ার্ডবয় সহ মোট ১৮ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী এ তথ্য নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলেসনে ইউনিটে ভর্তি হওয়ার আগে নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ৩০ মার্চ সন্ধ্যায় ন্যাশনাল হাসপাতালে ভর্তি হন। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন ছিলেন। পরে নগরীর পার্কভিউ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছিল।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেসন ইউনিটে চিকিৎসাধীন করোনাভাইরাসে শনাক্ত হওয়া রোগী নগরীর ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাই সেখানের ৩ চিকিৎসক, ১৫ জন নার্স ও ওয়ার্ডবয় সহ মোট ১৮ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তবে পুরো হাসপাতাল লকডাউনের কোন প্রয়োজন নেই বলে তিনি জানান।

উল্লেখ্য, শুক্রবার (৩ মার্চ) সন্ধায় চট্টগ্রাম বিআইটিআইডিতে জেনারেল হাসপাতালের আইসোলেসনে চিকিৎসাধীন থাকা ৬৭ বছরের এক বৃদ্ধ করোনাভাইরাসে শনাক্ত হয়। গত বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরীর দামপাড়া থেকে ৬৭ বছরের ওই বৃদ্ধকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেসন ইউনিটে ভর্তি করা হয়। বর্তমানে করোনাভাইরাসে শনাক্ত রোগী চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেসন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

-সিভয়েস/এমআই/এমএম

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়