Cvoice24.com


করোনা রোগী শনাক্তের ঘটনায় দামপাড়ার ৬ বিল্ডিং লকডাউন

প্রকাশিত: ১৭:১২, ৩ এপ্রিল ২০২০
করোনা রোগী শনাক্তের ঘটনায় দামপাড়ার ৬ বিল্ডিং লকডাউন

করোনা রোগী শনাক্তের ঘটনায় নগরীর দামপাড়া ১ নম্বর রোডের ৬টি ভবন লকডাউন করে দিয়েছে প্রশাসন। শুক্রবার রাতে ভবন ৬টি লকডাউন করা হয়। 

বিষয়টি সিভয়েসকে নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন অনিক ও চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নিজাম উদ্দিন।

শুক্রবার বিকেলে প্রথমবারের মতো করোনা রোগী শনাক্ত হয় চট্টগ্রামে। রোগীর বাসা নগরীর দামপাড়া এলাকার ১ নম্বর রোডে। রোগীর নাম মো. মুজিবুল হক (৬৭)। পিতা মৃত রোস্তম আলী। বর্তমানে সে আন্দরকিল্লার জেনারেল হাসপাতালে আইসোলেসনে আছেন।

সূত্র জানায়, রোগী শনাক্তের পর শুক্রবার রাতে দামপাড়া এলাকার ৬টি ভবন লকডাউন করা হয়। এছাড়াও ১ নম্বর গলিতে চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়। সূত্র আরও জানায়, রোগী মুজিবুল হক ১ নম্বর গলির ২ তলা একটা বিল্ডিং এ থাকতেন।

সিএমপি কমিশনার মাহবুবুর রহমান সিভয়েসকে বলেন, ওই রোগী যেখানে থাকতেন সেখানের ৬টি বিল্ডিং লকডাউন করা হয়েছে। আরও যা যা করা প্রয়োজন হবে তার সবকিছু করা হবে।

-সিভয়েস/এসএইচ/এমএম

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়