Cvoice24.com


ঘরবন্দি ৫০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন এসআই এনাম

প্রকাশিত: ১৪:৫০, ৩০ মার্চ ২০২০
ঘরবন্দি ৫০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন এসআই এনাম

নিজের এক মাসের বেতনের পুরোটাই করোনায় ঘরবন্দি অসহায় ৫০টি পরিবারকে ভাগ করে দিয়েছেন পুলিশের এক উপ-পরিদর্শক। 

সোমবার নিজের কর্মরত খুলশী থানা এলাকায় নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী কিনে দিয়ে বেতনের টাকা ভাগ করে দেন তিনি। ওই উপ-পরিদর্শকের নাম খাজা এনাম এলাহী। তিনি চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের খুলশী থানায় কর্মরত রয়েছেন।

তিনি জানান, সাধ্যের মধ্যে অসহায় মানুষের পাশে সকলেই এগিয়ে আসছেন। নিজের এক মাসের বেতনের পুরোটা খরচ করে তিনিও মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন।

খুলশী থানাধীন মতিঝর্ণা, পোড়াকলোনী, ট্যাংকীর পাহাড়,  টাইগারপাস, ডেবারপাড় ও ঝাউতলা এলাকায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যগুলো বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু ও সাবান।

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়