Cvoice24.com


নগরীতে নিম্ন আয়ের মানুষের মাঝে জেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

প্রকাশিত: ১১:৪৪, ২৯ মার্চ ২০২০
নগরীতে নিম্ন আয়ের মানুষের মাঝে জেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের ২৮০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন। রোববার (২৯ মার্চ) দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার ২৪ নং মুহুরীপাড়া এলাকায় গিয়ে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম জানান, ২৮০টি পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে- পরিবারপ্রতি ১০ কেজি চাল, ২ কেজি চিড়া, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল ও আধা কেজি নুডুলস। এছাড়া ত্রাণ বিতরণ শেষে জেলা প্রশাসক নগরের খুলশী এলাকায় কোয়ারেন্টাইনে থাকা প্রবাসী বাংলাদেশি ও বিদেশি নাগরিকদের খোঁজ খবর নেন।

উল্লেখ্য, চট্টগ্রাম জেলায় বর্তমানে মোট ৯৪৭ জন কোয়ারেন্টাইনে আছেন। এর মধ্যে খুলশী এলালায় আনুমানিক ৭০ জনের মতো হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

সিভয়েস/এসএইচ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়