Cvoice24.com


যুক্তরাষ্ট্রে হু হু করে বাড়ছে করোনা রোগীর সংখ্যা

প্রকাশিত: ০৯:৫৯, ২৮ মার্চ ২০২০
যুক্তরাষ্ট্রে হু হু করে বাড়ছে করোনা রোগীর সংখ্যা

যুক্তরাষ্ট্রে কভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। একইসাথে নিউ ইয়র্ক সিটি, নিউ অরলিয়ন্স, ডেট্রয়েটসহ বিভিন্ন এলাকার হাসপাতালগুলো এখন কভিড-১৯ রোগীদের ওষধ ও চিকিৎসা উপকরণ সংকটে ভুগছে।

দেশটিতে শুক্রবার পর্যন্ত এক লাখ তিন হাজারের বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে। বিশ্বে মোট আক্রান্তের সংখ্যাও ছয় লাখ ছুঁইছুঁই; মৃতের সংখ্যা পেরিয়েছে ২৭ হাজার। প্রাণঘাতী এ ভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যাও এক হাজার ৬০০ পেরিয়েছে।

রয়টার্স জানিয়েছে, করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসা উপকরণের ঘাটতি নিয়ে চিকিৎসকরা হাহাকার করছেন।

পরিস্থিতি মোকাবেলায় ট্রাম্প তার জরুরি ক্ষমতা প্রয়োগ করে জেনারেল মোটরসকে ভেন্টিলেটর উৎপাদনে লাগিয়ে দিয়েছেন।

শুক্রবার একদিনেই দেশটিতে ১৮ হাজারের বেশি মানুষের শরীরে কভিড-১৯ ধরা পড়েছে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

-সিভয়েস/এসসি/এমএম

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়