Cvoice24.com


জরুরি নাগরিক সেবা দিতে সজাগ থাকবে ১১ দপ্তর

প্রকাশিত: ০৪:৩৯, ২৬ মার্চ ২০২০
 জরুরি নাগরিক সেবা দিতে সজাগ থাকবে ১১ দপ্তর

ছবি: সিভয়েস

করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশে আজ ২৬ মার্চ থেকে ১০ দিনের সরকারি ছুটি শুরু হয়েছে। আগামী ৪ এপ্রিল এ ছুটি শেষ হবে। এর মধ্যে জরুরি নাগরিক সেবা দিতে চট্রগ্রাম জেলায় সজাগ থাকবে সরকারের ১১টি দপ্তর এবং তাদের ১১ জন ফোকাল পয়েন্ট কর্মকর্তা।

১১ দপ্তর হলো- জরুরি সাস্থ্য সেবা, সিটি কর্পোরেশন, চট্টগ্রাম ওয়াসা, বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, বিটিসিএল আগ্রাবাদ, বিটিসিএল নন্দনকানন, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ পটিয়া, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ রাউজান এবং চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ সীতাকুণ্ড।

ফোকাল পয়েন্ট কর্মকর্তারা হলেন- জরুরি সাস্থ্য সেবার ডা. নুরুল হুদা (০১৮১৬০৩১১২১), সিটি কর্পোরেশনের সেলিম আকতার চৌধুরী (০১৭০৬২২২২২২), চট্টগ্রাম ওয়াসার নুরুল আমিন (০১৫৫৪৩৩৬০০৭), বিদ্যুৎ বিভাগের ইমাম হোসেন (০১৭৭৭৭৬০০২৯), ফায়ার সার্ভিসের ফরিদ আহমেদ চৌধুরী (০১৮১৯১০২৯৭১), কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের মো. খায়েজ আহমদ মজুমদার (০১৭৩০৭২৮৪২৪), বিটিসিএল আগ্রাবাদের বজলুর রশিদ (০১৫৫০১৫১৪৪১), বিটিসিএল নন্দনকাননের সমিত চাকমা (০১৫৫০১৫১৩২০), চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আবু বকর সিদ্দিকী (০১৭৬৯৪০০০১৮), চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মোল্লা মো. আবুল কালাম আজাদ (০১৭৬৯৪০০০১৯) এবং চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর নুর মোহাম্মদ আজম মজুমদার (০১৭৬৯৪০০০২০)।

বুধবার (২৫ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় চট্টগ্রাম জেলা প্রশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত অফিস আদালতে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এই সময়ে জনসাধারণকে জরুরী নাগরিক সেবা প্রদানের জন্য জেলার ১১টি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ সজাগ থাকবে এবং প্রতিষ্ঠানসমূহ একে অপরের সাথে সমন্বিতভাবে কাজ করবেন।

জেলা প্রশাসন জানায়, জনসাধারণকে জরুরি সেবা দিতে ১১টি দপ্তরের ফোকাল পয়েন্ট কর্মকর্তারা কাজ করে যাবেন। যেকোনো প্রয়োজনে জনসাধারণ এসব ফোকাল পয়েন্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ করবেন।

অতিরিক্ত জেলা প্রশাসক কামাল হোসেন সিভয়েসকে বলেন, এ ১০ দিন সরকারি ছুটি থাকলেও জনসাধারণকে জরুরি নাগরিক সেবা দিয়ে যাবেন উক্ত ১১টি দপ্তর ও তাদের ফোকাল পয়েন্ট কর্মকর্তারা। করোনা ভাইরাসকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তারা কাজ করবেন।

-সিভয়েস/এসএইচ/এমএম

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়