Cvoice24.com


লোহাগাড়ায় আবাসিক হোটেল,রোস্তোরা এনজিও'র কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ

প্রকাশিত: ১১:২৬, ২৩ মার্চ ২০২০
লোহাগাড়ায় আবাসিক হোটেল,রোস্তোরা এনজিও'র কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ

দেশে করোনা ভাইরাস প্রতিরোধে লোহাগাড়ায় আবাসিক হোটেল, হোটেল রেস্তোরা,  গণজামায়েত ও এনজিও'র ক্ষুদ্রঋণসহ সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (২৩ মার্চ) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেন উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩১ মার্চ পর্যন্ত সকল ধরনের খাবার হোটেল, আবাসিক হোটেল, গার্মেন্টস, সেলুন, মিষ্টির দোকান, ফার্নিচারের দোকান, ইলেকট্রনিক্স, হার্ডওয়ার্ডসহ নিত্যপ্রয়োজনীয় নয় এমন ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জরুরি প্রয়োজন ছাড়া উপজেলার অভ্যন্তরীণ সড়কগুলোতে 
মোটর সাইকেলে যাত্রী পরিবহন সীমিত থাকবে। বিদেশ থেকে আগত স্ব স্ব বাসায় হোম কোয়ারেন্টনে থাকবে। সাপ্তাহিক হাট বাজার বন্ধ থাকবে। সকল এনজিও  ক্ষুদ্রসহ জনসমাবেশমূলক সকল বন্ধ থাকবে। মাছের আড়তসমুহ ব্যবসায়ীরা নিজ উদ্যোগে জনসমাগম কমাতে হবে। সকল ইটভাটার শ্রমিকদের ইটভাটার বাইরে না আসার অনুরোধ জানান।

ইউএনও তৌছিফ আহমেদ জানান, সরকারি নির্দেশনা রয়েছে করোনা ভাইরাস প্রতিরোধে যারা সরকারি এই আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

লোহাগাড়া প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়