Cvoice24.com


খাগড়াছড়িতে সকল পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

প্রকাশিত: ০৫:৪৭, ১৯ মার্চ ২০২০
খাগড়াছড়িতে সকল পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

করোনা পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় পর্যায়ের প্রস্তুতি হিসেবে খাগড়াছড়ির সকল পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে স্থানীয় জেলা প্রশাসন। 

বুধবার (১৮ মার্চ) রাতে খাগড়াছড়ি জেলা প্রশাসকের অফিসিয়াল ফেসবুক পেইজে পোস্ট করে এ ঘোষণা জারি করা হয়। এছাড়া জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।  

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা ভাইরাস প্রতিরোধে যার যার অবস্থান থেকে সর্তকতা অবলম্বন করার বিকল্প নেই। রাঙ্গামাটির সাজেক ও খাগড়াছড়ির বিভিন্ন পর্যটন কেন্দ্র পরিদর্শনে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে খাগড়াছড়িতে পর্যটক আসছেন। পর্যটক ও স্থানীয়দের কথা বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য জেলার সকল পর্যটন কেন্দ্র বন্ধ রাখতে নির্দেশনা জারি করা হয়েছে।
 
এদিকে ভারত ফেরত এক নারী খাগড়াছড়ি সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আসে। তার কাছ থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ। আইসোলেশন ওয়ার্ডে থাকা রোগীর স্বাস্থ্য পরিস্থিতি আগের তুলনায় ভালোর দিকে বলেও জানান তিনি।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আব্দুল আজিজ বলেন, করোনা ভাইরাস যেহেতু ছোঁয়াছে তাই দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে এই সময়ে যাতে পর্যটকরা জনস্বার্থে এবং নিজেদের স্বার্থে আপাতত ভ্রমণ থেকে বিরত থাকেন সেটিই আমাদের প্রত্যাশা।

এদিকে পুরো জেলায় ৮০টি আইসোলেশন বেড প্রস্তুত রাখা হয়েছে। এরমধ্যে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ৩০ বেড এবং অন্য উপজেলাগুলোতে মোট ৫০ বেড প্রস্তুত রাখা হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম। এছাড়া ভারত ফেরত ৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস আরো বলেন, খাগড়াছড়ির কোনো নাগরিক যদি বিদেশ থেকে আসেন তাহলে তাঁকে অবশ্যই হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। এ ধরনের ব্যক্তিরা হোম কোয়ারেন্টাইনে থাকছে কিনা সেটি আমরা মনিটরিং করবো।

-সিভয়েস/এমএম

খাগড়াছড়ি প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়