Cvoice24.com

চট্টগ্রামে আজ, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

সময় ঘন্টা মিনিট সেকেন্ড


যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা ঘোষণা দিলেন ট্রাম্প

প্রকাশিত: ০৫:২৬, ১৪ মার্চ ২০২০
যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা ঘোষণা দিলেন ট্রাম্প

করোনাভাইরাস প্রতিরোধে যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত দুই সপ্তাহে ভাইরাসটি চীনের বাইরে ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে বুধবার (১১ মার্চ) পৃথিবীব্যাপী মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।  বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়,করোনা ভাইরাসে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭০১ জন এবং মারা গেছেন ৪০ জন।

এই আদেশের ফলে ফেডারেল সরকারকে জরুরি ত্রাণ তহবিলে ৫০ বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার জন্য রাষ্ট্র ও স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের সহায়তা করতে দেওয়া হবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্যের মুদ্রাস্ফীতির হার রোধেও বিভিন্ন পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার প্রধান।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস অ্যাধনম ঘেরবাইয়াসস জানিয়েছেন ইউরোপ এখন বিশ্বব্যাপী মহামারীর ‘কেন্দ্রস্থল’। তিনি আহ্বান  জানিয়েছেন, জীবন বাঁচাতে আগ্রাসী ব্যবস্থা, সম্প্রদায়কে সংহতকরণ এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
 

-সিভয়েস/এসসি

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়