Cvoice24.com


সাগরপথে মালয়েশিয়াগামী ১৪ রোহিঙ্গা উদ্ধার 

প্রকাশিত: ১৩:১৭, ২৮ ফেব্রুয়ারি ২০২০
সাগরপথে মালয়েশিয়াগামী ১৪ রোহিঙ্গা উদ্ধার 

ফাইল ছবি

সমুদ্রপথে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টার সময় কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে শিশু ও নারীসহ ১৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত থেকে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে হোয়াইক্যং শামলাপুর সড়কের ঢালা এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। 

উদ্ধার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলী। উদ্ধার হওয়া রোহিঙ্গারা উখিয়ার কুতুপালং ও জামতলি রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা বলে জানা গেছে। 

তাঁরা হলেন- উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের ইয়াসমিন বেগম (৩০), আমিনা খাতুন (১৮), দিলরুবা আক্তার (১৪) ও মোহাম্মদ হোসেন (৩৯)। আর জামতলি রোহিঙ্গা শিবিরের নূর মোহাম্মদ (৩৮), মোহাম্মদ পেটান (২৪), রশিদা বেগম (১৫), হামিদা বেগম (১৬), ইমতিয়াজ বেগম (২০) ও নুর কায়দা (০৮) এবং বাকি চারজনের নাম জানা যায়নি।

টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলী জানান, উখিয়ার কুতুপালং ও জামতলি রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে দালালরা রোহিঙ্গাদের মালয়েশিয়া নেয়ার কথা বলে বাহারছড়ার বিভিন্ন এলাকায় জড়ো করছে- এরকম তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে রোহিঙ্গাদের উদ্ধার করে। তবে এ ঘটনায় কোনও দালালকে আটক করা সম্ভব হয়নি। 

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের বরাত দিয়ে তিনি জানান, মালয়েশিয়ায় অবস্থানরত আত্মীয়-স্বজন তাদের সেখানে নিয়ে যাচ্ছিলেন। এ জন্য দালালদের সঙ্গে জন প্রতি আড়াই লাখ থেকে ২ লাখ ৮০ হাজার টাকার চুক্তি হয়েছে। আগাম হিসেবে জনপ্রতি ২০ থেকে ৩০ হাজার টাকা নিয়েছেন দালালরা। এসব টাকার লেনদেন মালয়েশিয়া থেকে হচ্ছে বলে জানান তারা।

-সিভয়েস/এমআই/এমএম

কক্সবাজার প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়