image

বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অলৌকিক স্বপ্ন: ডা. শাহাদাত

image

বর্তমান সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হওয়াটা অলৌকিক স্বপ্ন বলে মন্তব্য করেছেন নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। 

বুধবার দুপুরে ঢাকা থেকে ট্রেনযোগে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছে তিনি এ মন্তব্য করেন। 

এসময় তিনি পুরাতন রেলওয়ে স্টেশনে অনুষ্ঠানের অনুমতি না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, আওয়ামী লীগ অনুমতি পেলে বিএনপি কেন পাবে না? আপনারা একচোখা নীতি পরিহার করে জনগণের পাশে দাঁড়ান। ঢাকায় ৮০ ভাগ মানুষ ভোটকেন্দ্রে যায়নি। এর কারণ প্রশাসনের একচোখা ভূমিকা। চসিক নির্বাচনের শুরুতে তারা আবারও একই ভূমিকায় নেমেছে। আওয়ামী লীগ বিশাল আকারে সমাবেশের অনুমতি পায়। তখন নিরাপত্তার কোনো প্রশ্ন থাকে না। বিএনপির ক্ষেত্রে সব প্রশ্ন।

এর আগে তিনি মেয়র পদে বিএনপির মনোনয়ন পাওয়ায় পুরাতন রেলওয়ে ষ্টেশনে সংবর্ধনা সভার আয়োজন করে বিএনপি। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে রাতে পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা সভাটি ওই জায়গায় না করার জন্য আহ্বান জানানো হয়। 


 

image

সম্পাদক : এম. নাসিরুল হক

ফোনঃ ০৩১২৮৫০৫৯০
ই-মেইল : news@cvoice24.com
news.cvoice24@gmail.com

সিভয়েস মিডিয়ার একটি প্রতিষ্ঠান

আর কে আর ট্রেড সেন্টার
বাড়িঃ ২৩৪, নিচতলা, ঝাউতলা স্টেশন রোড দক্ষিণ খুলশী, চট্টগ্রাম

সর্বস্বত্ত্ব সংরক্ষিত, এই ওয়েব সাইটের যেকোন লিখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনি

Copyright © cvoice24.com 2018