image

মসজিদে ট্রাম্প কন্যা!

image

মধ্যপ্রাচ্যের অন্যতম সুন্দর মসজিদ আবুধাবির শেখ জায়েদ গ্রান্ড মসজিদ। এ সুন্দর মসজিদটি দেখতে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা। এ সময় তার পরনে ছিল লম্বা গাউনের মতো আরবের ঐতিহ্যবাহী পোশাক। মাথায় কালো হিজাব। ভক্তি-শ্রদ্ধার আতিশয্যে খালি পায়ে মসজিদে প্রবেশ করেন ট্রাম্প কন্যা।    

রবিবার মধ্যপ্রাচ্যের অন্যতম সুন্দর মসজিদ আবুধাবির শেখ জায়েদ গ্রান্ড মসজিদ দেখতে যান তিনি। এর আগে নারীর ক্ষমতায়ন বিষয়ক ‘গ্লোবাল উইমেন্স ফোরাম’ উপলক্ষে শনিবার দুবাই পৌঁছান ইভাঙ্কা।

রয়টার্স বলছে. ইহুদি ধর্মাবলম্বী হলেও পুরোদস্তুর মুসলিম নারীর মতোই ঘুরে ঘুরে দেখেন মসজিদের নান্দনিক সৌন্দর্য। ছুঁয়েও দেখেছেন নকশি দেয়ালগুলো।

বাবা প্রেসিড্টন্ট নির্বাচিত হওয়ার পর থেকে মার্কিন সরকারে গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তিনি। দায়িত্ব পালন করছেন প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে।

-সিভয়েস/এসসি

image

সম্পাদক : এম. নাসিরুল হক

ফোনঃ ০৩১২৮৫০৫৯০
ই-মেইল : news@cvoice24.com
news.cvoice24@gmail.com

সিভয়েস মিডিয়ার একটি প্রতিষ্ঠান

আর কে আর ট্রেড সেন্টার
বাড়িঃ ২৩৪, নিচতলা, ঝাউতলা স্টেশন রোড দক্ষিণ খুলশী, চট্টগ্রাম

সর্বস্বত্ত্ব সংরক্ষিত, এই ওয়েব সাইটের যেকোন লিখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনি

Copyright © cvoice24.com 2018