image

সেন্টমার্টিনে ট্রলারডুবি: আরও এক মরদেহ উদ্ধার

image

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় সেন্টমার্টিন সৈকত থেকে ভাসমান অবস্থায় আরও এক মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।

রোববার বিকেলে সেন্টমার্টিনের কোনা পাড়ার সমুদ্র সৈকত থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৯ জনে।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল ইসলাম জানান, বিকেলে সেন্টমার্টিনের কোনা পাড়া নামক এলাকা থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় ১৮ জনের মরদহ উদ্ধার করা হয়েছিল। ছয়দিনে মোট ১৯ জনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। নিখোঁজদের সন্ধানে কোস্টগার্ড উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারি অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ১৩৮ জন যাত্রী নিয়ে একটি ট্রলার সেন্টমার্টিনের দক্ষিণে পাথরের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। এতে ১৫ জন রোহিঙ্গার মৃত্যু হয়। ৭৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। এ ঘটনায় ১৯ জন দালালকে অভিযুক্ত করে থানায় মামলা করে কোস্টগার্ড। এই মামলায় এ পর্যন্ত নয়জনকে জনকে আটক করেছে পুলিশ।

image

সম্পাদক : এম. নাসিরুল হক

ফোনঃ ০৩১২৮৫০৫৯০
ই-মেইল : news@cvoice24.com
news.cvoice24@gmail.com

সিভয়েস মিডিয়ার একটি প্রতিষ্ঠান

আর কে আর ট্রেড সেন্টার
বাড়িঃ ২৩৪, নিচতলা, ঝাউতলা স্টেশন রোড দক্ষিণ খুলশী, চট্টগ্রাম

সর্বস্বত্ত্ব সংরক্ষিত, এই ওয়েব সাইটের যেকোন লিখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনি

Copyright © cvoice24.com 2018