image

‘পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন’

image

পড়ালেখার পাশাপশি খেলাধুলার প্রয়োজন বলে মন্তব্য করেছেন সাবেক উপজেলা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক ও চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রলীগের সহ সম্পাদক ভূঁইয়া সামী আল মুজতবা (শুভ)।

শনিবার (১৫ ফেব্রুয়ারী) রাতে উত্তর শিবপুর ক্রিকেট টূর্ণামেন্টের আলোচনা সভা ও উদ্ভোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। সীতাকুণ্ড পৌরসভাধীন শিবপুর ক্রীড়া, সামাজিক সংগঠন শিবপুর কিং ষ্টার ক্রীড়া সংঘ এ টুর্ণামেন্টের আয়োজন করে।

শিবপুর কিং ষ্টার ক্রীড়া সংঘ'র সভাপতি নুরুচ্ছাপার সভাপতিত্বে ও শিবপুর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুনসুর এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শুভ বলেন, বর্তমান সরকার খেলাধুলা বান্ধব সরকার। জননেত্রী শেখ হাসিনা খেলাধুলাকে প্রাধান্য দিয়ে এগিয়ে যাচ্ছেন। খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন। এ সময় আয়োজকদের ধন্যবাদ জানান তিনি। একই সাথে শিবপুর কিং ষ্টার ক্রীড়া সংঘর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে সাবেক উপজেলা আওয়ামী লীগের সদস্য রতণ মিত্র, সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সাবেক সাংস্কৃতি সম্পাদক ও ৪ নং মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রেহান উদ্দীন, সাবেক উপজেলা ছাত্রলীগে সদস্য এস এম রিয়াদ জিলান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কামাল, মাকসুদ, শুভন ও সাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় মরহুম নাছির উদ্দীন একাদশকে পরাজিত করে বাড়বকুণ্ড-শুকলালহাট একাদশ।

-সিভয়েস/প্রেসবিজ্ঞপ্তি

image

সম্পাদক : এম. নাসিরুল হক

ফোনঃ ০৩১২৮৫০৫৯০
ই-মেইল : news@cvoice24.com
news.cvoice24@gmail.com

সিভয়েস মিডিয়ার একটি প্রতিষ্ঠান

আর কে আর ট্রেড সেন্টার
বাড়িঃ ২৩৪, নিচতলা, ঝাউতলা স্টেশন রোড দক্ষিণ খুলশী, চট্টগ্রাম

সর্বস্বত্ত্ব সংরক্ষিত, এই ওয়েব সাইটের যেকোন লিখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনি

Copyright © cvoice24.com 2018