Cvoice24.com


নগরজুড়ে সিটি নির্বাচনের উত্তাপ

প্রকাশিত: ০৬:১১, ১৩ ফেব্রুয়ারি ২০২০
নগরজুড়ে সিটি নির্বাচনের উত্তাপ

বন্দর নগরী চট্টগ্রাম। দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত। ঢাকার পর বাংলাদেশের সবচেয়ে গুরত্বপূর্ণ শহর হিসেবে বিবেচনা করা হয়। অর্থনৈতিক হোক রাজনৈতিক হোক সর্বক্ষেত্রে ঢাকার পরেই গুরুত্ব পেয়ে থাকে চট্টগ্রাম। ঢাকার দুই সিটির নির্বাচনের পরই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য তোড়জোড় শুরু করে নির্বাচন কমিশন। আগামী ১৬ ফেব্রুয়ারি নির্বাচনী তফসিল ঘোষণার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে নগরীতে ছড়িয়ে পড়েছে নির্বাচনী উত্তাপ। মেয়র প্রার্থী নিয়ে রয়েছে নানা জল্পনা-কল্পনা। সেই সাথে নগর জুড়ে বিভিন্ন মনোনয়ন প্রত্যাশীর নামে লাগানো হচ্ছে পোস্টার ও ব্যানার।

অনেকে মনোনয়ন প্রত্যাশী থাকলেও আওয়ামী লীগের পক্ষে নমিনেশন পাওয়ার ক্ষেত্রে এগিয়ে আছেন বর্তমান মেয়র আ জ ম নাছির। অন্যদিকে বিএনপির পক্ষে প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে ডা. শাহাদাত হোসেনের নাম। 

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের পর এবার চট্টগ্রাম সিটি করপোরশন নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় মনোনয়ন কে পাচ্ছে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। মনোনয়ন প্রত্যাশী বিভিন্ন প্রার্থীর পক্ষে নগর জুড়ে লাগানো হচ্ছে পোস্টার ও ব্যানার। বর্তমান মেয়র আ জ ম নাছির বহাল থাকছেন, নাকি পরিবর্তন হচ্ছে? এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।

বর্তমান মেয়রের বাইরে মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজন, সাবেক সিডিএ চেয়্যারম্যান আব্দুচ ছালামের নাম শোনা যাচ্ছে। সেই সাথে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের নামও উঠে এসেছে। তবে মনোনয়ন পেলে জয়ের ব্যাপারে আশাবাদী বর্তমান সিটি মেয়র আ জ ম নাছির।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, নাগরিক সেবা বলতে যেটা বুঝায়, সিটি করপোরেশনের পক্ষ থেকে আমরা সেটা দিতে পারি। জনগণ আমার বিষয়ে অত্যন্ত সন্তুষ্ট।

তবে বিএনপি'র সম্ভাব্য প্রার্থী হিসেবে নাম শোনা যাচ্ছে মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের।

মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, রাজনীতিকে জনগণের উন্নয়ন মুখি যেভাবেই করা যায়, সেটা আমি করব। কাজেই আমরা আশাবাদী জনগণ যদি সুযোগ পায় বিএনপির যেকোনো প্রার্থীকেই মনোনীত করবে।

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়