Cvoice24.com


পরীক্ষার্থীদের ফলাফলের উপর বিদ্যালয়ের ইমেজ জড়িত: সিটি মেয়র

প্রকাশিত: ০৯:৫৯, ২৭ জানুয়ারি ২০২০
পরীক্ষার্থীদের ফলাফলের উপর বিদ্যালয়ের ইমেজ জড়িত: সিটি মেয়র

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, এসএসসি-তে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের ফলাফলের উপর বিদ্যালয়ের ইমেজ জড়িত। যে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় ভাল ফলাফল করে সে বিদ্যালয়ের ভাবমূর্তি রাতারাতি পরিবর্তন হয়। সে বিদ্যালয়ের নাম সবার মুখে মুখে থাকে। এমনকি সে বিদ্যালয়গুলোতে সন্তানকে ভর্তি করাতে অভিভাবকদের ব্যতিব্যস্ততা থাকে।

সোমবার (২৭ জানুয়ারি) অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয় ও বাগমনিরাম আবদুর রশীদ সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় আয়োজিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র এসব কথা বলেন।

মেয়র বলেন, চট্টগ্রামে ভর্তি যুদ্ধ চলতে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এই সফলতার নেপথ্য শক্তি একমাত্র পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীরাই ভাল ফলাফলের মধ্য দিয়ে সে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। সুতরাং পরীক্ষার্থীদেরকে ভাল ফলাফলের জন্য প্রস্তুত করে তুলতে শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্টদেরকে দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, দি চিটাগাং কো অপারেটিভ হাউজিং সোসাইটি পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মো শাহজাহান, অংকুর সোসাইটি বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য মো ইদ্রিচ, আবদুল মান্নান ফেরদৌস, মো শাহ আলম, বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন, সংরক্ষিত কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লিলি বড়ুয়া, সদস্য শামীমা আকলিমা মুক্তি, বিদ্যালয়ের শ্রেণি শিক্ষক চন্দন কুমার দাশ, সহকারী প্রধান শিক্ষক দিপ্তী সেনগুপ্তা প্রমুখ বক্তব্য রাখেন।

-সিভয়েস/ইউডি/এসসি

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়