Cvoice24.com

চট্টগ্রামে আজ, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

সময় ঘন্টা মিনিট সেকেন্ড


প্রথম টি-টোয়েন্টিতে হার দিয়ে সিরিজ শুরু টাইগারদের 

প্রকাশিত: ১৪:১১, ২৪ জানুয়ারি ২০২০
প্রথম টি-টোয়েন্টিতে হার দিয়ে সিরিজ শুরু টাইগারদের 

ি

অনেক জল্পনা-কল্পনার পর পাকিস্তানে সিরিজ খেলতে গেছে বাংলাদেশ। তবে অনেক খাতির-যত্ন করলেও তিন-ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে হারের তিক্ত স্বাদ উপহার দিয়েছে স্বাগতিকরা। টাইগারদের দেয়া ১৪২ রানের লক্ষ্য পাকিস্তান টপকে গেছে ৫ উইকেট হাতে রেখে। এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিক পাকিস্তান।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে মন্থর পিচে তেমন একটা সুবিধা করতে পারেনি ব্যাটসম্যানরা। পাওয়ার প্লে তে কোনো উইকেট না হারিয়ে মাত্র ৩৫ রান তুলতে সক্ষম হয় টাইগাররা। দুই ওপেনার তামিম ও নাইম ছাড়া বাকী ব্যাটসম্যানরা তাদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। শেষদিকে অধিনায়ক মাহমুদউল্লাহর ১৯ রানের সুবাদে স্কোরবোর্ডে ১৪১ রান যোগ করে সফরকারীরা।

তবে ১৪২ রানের মামূলি লক্ষ্য স্বাগতিকদের জন্য কঠিন বানিয়েছিলেন বাংলাদেশের বোলাররা। পাওয়ার প্লে তে দুই উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ মাত্র ৩৫ রান। নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি হাফিজ-বাবর আজম। তবে অলরাউন্ডার শোয়েব মালিকের অপরাজিত ৫৮ রানের সুবাদে তিন বল হাতে রেখেই ৫ উইকেটের জয় পায় স্বাগতিক পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ১৪১/৫ (তামিম ইকবাল ৩৯, মোহাম্মদ নাইম ৪৩, মাহমুদউল্লাহ ১৯; শাহিন আফ্রিদি ২৩/১, শাদাব খান ২৬/১, হারিস রউফ ৩২/১)।

পাকিস্তান: ১৪২/৫ (শোয়েব মালিক ৫৮, আহসান আলী ৩৬, মোহাম্মদ হাফিজ ১৭; শফিউল ২৭/২, আল-আমিন ১৮/১, মোস্তাফিজ ৪০/১।

ফলাফল: পাকিস্তান ৫ উইকেটে জয়ী।

-সিভয়েস/এমএম

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়