Cvoice24.com


১ ঘন্টা চেষ্টার পর মির্জাপুর বস্তির আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: ০৭:১৬, ২৪ জানুয়ারি ২০২০
১ ঘন্টা চেষ্টার পর মির্জাপুর বস্তির আগুন নিয়ন্ত্রণে

ছবি : সিভয়েস

পর্যাপ্ত পরিমান পানির যোগান না থাকায় নগরীর পাঁচলাইশ থানাধীন মির্জাপুল পুরাতন ওয়াবদা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিস সদস্যদেরকে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে লাগা আগুন প্রায় একঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। কিন্তু নিয়ন্ত্রণে আনার আগেই আনুমানিক ৩শ’ পরিবারের মধ্যে প্রায় অর্ধেক ঘর পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য নিশ্চিত করেছেন। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

এর আগে শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা ১০টা ৩৪ মিনিটে দিকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই তা চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নগরীর বিভিন্ন স্টেশনের  আগুন নিয়ন্ত্রণে  ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের ১৫ টি গাড়ি ঘটনাস্থলে ছুটে যায়। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

-সিভয়েস/এমআই/এসসি

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়