image

আবারো বিএসএফের গুলিতে ৪ বাংলাদেশি নিহত

image

বেনাপোল ও নওগাঁয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে ৪ বাংলাদেশি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) নওগাঁর পোরশা সীমান্তে বিএসএফ এর গুলিতে ৩ বাংলাদেশি নিহত হয়। এছাড়া সকালে বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে গরু আনার পথে হানেফ (৩৩) নামে এক বাংলাদেশিকে তুলে নিয়ে বেধড়ক মারধর করে বিএসএফের সদস্যেরা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।  

চলতি মাসের শুরু থেকে প্রথম ২২ দিনে বিএসএফ এর গুলিতে নিহত হয়েছে ৮ জন বাংলাদেশি। 

এর আগে, গত ২২ জানুয়ারি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখোয়া সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করে বিএসএফ। ওই দিন ভোরে উপজেলার গুতামারি ইউনিয়নের বনচৌকি সীমান্তে এ ঘটনা ঘটে।

এদিকে, চলতি মাসের শুরুতে গত ৮ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তে বাংলাদেশিদের ওপর গুলি চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এতে দুই বাংলাদেশি নিহত ও অপর দুইজন আহত হয়েছেন।

image

সম্পাদক : এম. নাসিরুল হক

ফোনঃ ০৩১২৮৫০৫৯০
ই-মেইল : news@cvoice24.com
news.cvoice24@gmail.com

সিভয়েস মিডিয়ার একটি প্রতিষ্ঠান

আর কে আর ট্রেড সেন্টার
বাড়িঃ ২৩৪, নিচতলা, ঝাউতলা স্টেশন রোড দক্ষিণ খুলশী, চট্টগ্রাম

সর্বস্বত্ত্ব সংরক্ষিত, এই ওয়েব সাইটের যেকোন লিখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনি

Copyright © cvoice24.com 2018