Cvoice24.com


পাকিস্তানের বিপক্ষে কে হবেন তামিমের সঙ্গী ?

প্রকাশিত: ০৫:৪৭, ২১ জানুয়ারি ২০২০
পাকিস্তানের বিপক্ষে কে হবেন তামিমের সঙ্গী ?

ছবি : সংগৃহীত

আসন্ন পাকিস্তান সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।দলে জায়গা পেয়েছেন একাধিক টপ-অর্ডার ব্যাটসম্যান। তামিম ইকবাল, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, নাইম শেখ ও আফিফ হোসেন ধ্রুব এর সকলেই আছেন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে। এই ছয় জনের ব্যাটিং পজিশন একই জায়গায়। সবাই পরীক্ষিত ওপেনার।

ওয়ানডাউন পজিশনে আছেন বিপিএল মাতানো মেহেদী হাসান।ফলে পাকিস্তানের বিপক্ষে তামিমের যোগ্য সঙ্গী খুঁজতে মধুর সমস্যায় পড়েছেন টিম ম্যানেজম্যান্ট।
যদিও এ ব্যপারে স্বচ্ছ ধারণা দিতে পারেনি টিম ম্যানেজম্যান্ট। হেড কোচ রাসেল ডমিঙ্গো  জানিয়েছেন, আফিফের জায়গা হতে তিনে অথবা চারে। সৌম্যর জায়গা ছয়ে ভেবে রেখেছে দল।বাকীদের ব্যাপারে কিছু বলেনি রাসেল।পজিশন এমন অনিশ্চয়তা খেলোয়াড়দের পারপর্ম্যান্সে প্রভাব ফেলতে পারে।

তবে এ বিষয়ে পেশাদারিত্বের কথা উল্লেখ্য করেন বিপিএলে খুলনা টাইগারের হয়ে শতক হাঁকানো বাঁহাতি ওপেনার নাজমুল হোসেন শান্ত।তিনি জানান, পেশাদার ক্রিকেটার যেখানেই সুযোগ হোক না কেন, মানিয়ে নেওয়ার চেষ্ট করবেন।যেহেতু দলে সুযোগ পেয়েছ, যেকোনো পজিশনে খেলার জন্য প্রস্তুত আছি। যে পজিশনে ব্যাটিং করি, ভালো করার চেষ্টা করব।

-সিভয়েস/এমআইএম/এসসি

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়