image

বন্দরের ব্যবহার ২০ শতাংশ কমাতে হবে : চবক চেয়ারম্যান

image

চট্টগ্রাম বন্দর রাষ্ট্রীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বন্দরের সক্ষমতা বাড়াতে হবে। বর্তমানে বন্দরের যে ক্ষমতা, এতেই বন্দরের বার্থ ৮০ শতাংশ ব্যবহার করা হচ্ছে। এর ব্যবহার ২০ শতাংশ কমিয়ে আনতে হবে।

রবিরার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় বন্দর ভবনের সম্মেলন কক্ষে নৌপরিবহন মন্ত্রণালয়ের সাথে বন্দর ব্যবহারকারী প্রতিনিধিদের সাথে একটি সভা আয়োজিত হয়। এ সভায় বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল জুলফিকার আজিজ এসব কথা বলেন।

তিনি বলেন, 'একটি বন্দরকে টিকিয়ে রাখার জন্য তার ৬০ শতাংশ ব্যবহার করা উচিত। কিন্তু চট্টগ্রাম বন্দরের বার্থ আমারা বর্তমানে ৮০ শতাংশ ব্যবহার করছি। তাই বন্দরের ব্যবহার কমাতে হবে।'

সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য ও সাংসদ মেজর (অব) রফিকুল ইসলাম, বীর উত্তম সহ আরো ৫ জন সদস্য অংশ নেন। এছাড়া বন্দরের উর্দ্ধতন কর্মকর্তা সহ বন্দরের সাথে সম্পৃক্ত ব্যবসায়িক প্রতিনিধিরা অংশ নেন।

-সিভয়েস/এসবি/এসসি

image

সম্পাদক : এম. নাসিরুল হক

ফোনঃ ০৩১২৮৫০৫৯০
ই-মেইল : news@cvoice24.com
news.cvoice24@gmail.com

সিভয়েস মিডিয়ার একটি প্রতিষ্ঠান

আর কে আর ট্রেড সেন্টার
বাড়িঃ ২৩৪, নিচতলা, ঝাউতলা স্টেশন রোড দক্ষিণ খুলশী, চট্টগ্রাম

সর্বস্বত্ত্ব সংরক্ষিত, এই ওয়েব সাইটের যেকোন লিখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনি

Copyright © cvoice24.com 2018