Cvoice24.com


অংকুর সোসাইটি উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন

প্রকাশিত: ১৩:৫০, ১৪ জানুয়ারি ২০২০
অংকুর সোসাইটি উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন

প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে ১১ তলা বিশিষ্ট অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। দি চিটাগাং কো অপারেটিভ হাউজিং সোসাইটির নিজস্ব অর্থায়নে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই ভবনটি নির্মাণের ফলে বিদ্যালয়ের শ্রেণী কক্ষের ব্যাপ্তি বৃদ্ধি পাওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের নির্মিত ভবনটি উদ্বোধন করেন।
 
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় ভবন নির্মাণ কমিটির আহবায়ক মোফাখখারুল ইসলাম খসরু। সভায় অংকুর সোসাইটি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব লিলি বড়ুয়া, দি চিটাগাং কো অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক মো শাহজাহান, দশম শ্রেণির ছাত্রী তাহমিনা আক্তার চৌধুরী বক্তব্য রাখেন। 

এসময় উপস্থিত ছিলেন  দি চিটাগাং কো অপারেটিভ হাউজিং সোসাইটির সহসভাপতি মো ইদ্রীছ, সদস্য আলাউদ্দিন আলম, জেড এস বখতিয়ার, রাশেদুল আমিন, মো নুরুল ইসলাম শাহীন, অংকুর সোসাইটি উচ্চ বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবদুল মান্নান ফেরদৌস, মো. শাহ আলম, দি চিটাগাং কো অপারেটিভ হাউজিং সোসাইটির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমদ, সাবেক সম্পাদক সিরাজুল ইসলাম, কাউন্সিলর মোরশেদুল আলম, সংরক্ষিত কাউন্সিলর জেসমিন পারভীন জেসি, মমতাজুল হক রুক্কু, স্থপতি মেহেদী ইফতেখার, এ এ মোহাম্মদ সাইফুদ্দিন, প্রকৌশলী হারাধন আচার্য ও স্থপতি রতন মন্ডল প্রমুখ। 

-সিভয়েস/ইউডি/এমএম

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়