Cvoice24.com

প্রচারণায় সরগরম নির্বাচনী মাঠ
৫ বছর পর কাফকোর সিবিএ নির্বাচন

প্রকাশিত: ০৫:০৪, ১৪ জানুয়ারি ২০২০
৫ বছর পর কাফকোর সিবিএ নির্বাচন

প্রচারণায় সরগরম নির্বাচনী মাঠ। ছবি/সিভয়েস

কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড-কাফকোর সিবিএ নির্বাচনকে সামনে রেখে পুরোদমে জমে উঠেছে নির্বাচনী মাঠ। প্রার্থীদের প্রচার-প্রচারণায় শ্রমিক ও কর্মচারিরা এখন দারুণ ব্যস্ত। দিনভর কাজের ফাঁকে বা রাতের একটা অংশজুঁড়ে প্রার্থীরা তাদের নির্বাচনি প্রচারে ব্যস্ত। নিজ ও নিজের প্যানেলের প্রার্থীকে বিজয়ী করতে প্রচারণায় আছে বিভিন্ন দলের নেতাকর্মীরাও। উৎসবমুখর পরিবেশে ভোটারদের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়ে চাচ্ছেন ভোট। প্রার্থীদের আন্তরিকতা থেকে বাদ পড়েননি যারা ভোটার নয় তারাও। তাদের কাছেও নিচ্ছেন দোয়া।

আগামী ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে কাফকো এমপ্লয়ীজ ইউনিয়নের কার্যকরী পরিশদের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন। এ নির্বাচনে সভাপতি প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী ও এ.এইচ.এম ওসমান গনি রাসেল। তাদের মধ্যে জসিম প্যানেলে সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম, সহ সভাপতি এএস.এম মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহসিন, যুগ্ম সাধারণ সম্পাদক তাহমিদুল এজাজ, দপ্তর সম্পাদক মো. মিনহাজ উদ্দিন, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ আবু সৈয়দ, ক্রীড়া সম্পাদক জাকিরুল ইসলাম এবং রাসেল প্যানেলে সাধারণ সম্পাদক ওয়ায়েজ হোসেন ভূঁইয়া, সহ সভাপতি মো. মনিরুজ্জামান হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সামশুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীপক গোমেজ, দপ্তর সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, প্রচার সম্পাদক রনি বল, কোষাধ্যক্ষ মো. মনিরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. মেজবাহ উদ্দিন চৌধুরীসহ দুই প্যানেলে মোট ১৮ জন প্রার্থী এ নির্বাচনে লড়ছেন।

সভাপতি প্রার্থী মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী বলেন, আমি দীর্ঘদিন ধরে শ্রমিক ইউনিয়নের রাজনীতির সাথে জড়িত। আমার সাথে রাজনৈতিক কারণে কারো সাথে বিরোধ নেই। বর্তমানে আমি আনোয়ারা উপজেলা শ্রমিকলীগের সভাপতি পদে দায়িত্বে আছি। ভোটারদের ভয়ভীতি না দেখালে আশা করছি নির্বাচনে আমি ও আমার প্যালেন জয়ী হবে।

তবে বর্তমান সভাপতি ও সভাপতি প্রার্থী এ.এইচ.এম ওসমান গনি রাসেল বলেন, শ্রমিক-কর্মচারিদের অংশ গ্রহণে সিবিএ নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। ভোটারদের আন্তরিকতাও পাচ্ছি বেশ। আশা করছি আমি ও আমার প্যানেল জয়ী হবো-ইনশা আল্লাহ।
এব্যাপারে কাফকো সিবিএ নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ হেদায়েত উল্লাহ্ ভূঁইয়া বলেন, দীর্ঘদিন ধরে মামলার জটিলতার কারণে নির্বাচন স্থগিত ছিলো। ৫ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই ভোটার ও প্রার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আশা করছি নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হবে।

উল্লেখ্য, সিবিএ নির্বাচনের ভোটার তালিকা ও গঠনতন্ত্র সংশোধনে ঢাকার প্রধান কার্যালয়ের ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ায় আবেদন এবং নির্বাচন স্থগিত চেয়ে ২০১৫ সালের ১১ জানুয়ারি প্রথম শ্রম আদালতে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ২১৩ ধারায় অভিযোগ এনে সভাপতি প্রার্থী আবু হায়দার মো. ওসমান গণিসহ চারজনকে আসামি করে মামলা করেন আরেক সভাপতি প্রার্থী মোহাম্মদ আবু তাহের, সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ মহসিন ও সহ সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ মোবারক মিয়া। এরপর ১৩ জানুয়ারি নির্বাচনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন আদালতের চেয়ারম্যান কাজী শাহিনা নিগার।

-সিভয়েস/এসসি

আনোয়ারা প্রতিনিধি :

সর্বশেষ

পাঠকপ্রিয়