Cvoice24.com


ফলাফল প্রত্যাখ্যান সুফিয়ানের, দাবি পুনর্নির্বাচনের

প্রকাশিত: ১৫:৪১, ১৩ জানুয়ারি ২০২০
ফলাফল প্রত্যাখ্যান সুফিয়ানের, দাবি পুনর্নির্বাচনের

চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনের ফলাফল প্রত্যাখান করে পুননির্বাচনে দাবি জানিয়েছে বিএনপি প্রার্থী আবু সুফিয়ান। সোমবার রাতে গণমাধ্যমে এক বিবৃতির মাধ্যমে তিনি এমনটি জানান।

বিএনপি প্রার্থী আবু সুফিয়ান বলেন, ভোট শুরুতেই অধিকাংশ কেন্দ্রে ধানের শীষের পোলিং এজেন্টদের বের করে দেয় আওয়ামী সন্ত্রাসীরা। সারাদিন আমার বাসার সামনে থেকে শুরু করে প্রায় সব কেন্দ্রে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে।

জনগনের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার জন্য ভোটে অংশ নেন জানিয়ে তিনি বলেন, ভেবেছিলাম নির্বাচন কমিশন অবাধ নিরপেক্ষ ও একটি সুষ্ঠু ভোটের আয়োজন করবেন। কিন্তু  জনগণের প্রত্যাশাকে অবজ্ঞা করে ভোটকেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দেয়। ভোটকেন্দ্রের বুথ নিজেদের দখলে নিয়ে আওয়ামী সন্ত্রাসীরা নিজেরাই ভোট দেয়।
 

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়