Cvoice24.com


বাদলের আসনে মোসলেম উদ্দীন বিজয়ী

প্রকাশিত: ১৪:৪৮, ১৩ জানুয়ারি ২০২০
 বাদলের আসনে মোসলেম উদ্দীন বিজয়ী

চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দীন আহমেদ জয়লাভ করেছেন। ১৭০ টি কেন্দ্রের মধ্যে নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৮৭ হাজার ২৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সুফিয়ান  ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৯৩৫ ভোট।

সোমবার সন্ধ্যায় এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে কন্ট্রোল রুম থেকে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান নৌকা প্রতীকের প্রার্থী মোসলেম উদ্দীন আহমেদকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

এছাড়া বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ টেলিভিশন প্রতীকে ১হাজার ১৮৫ ভোট,  ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ আহমদ চেয়ার প্রতীকে ৯৯২ ভোট, স্বতন্ত্র প্রাথী মোহাম্মদ এমদাদুল হক আপেল প্রতীকে ৫৬৭ ভোট ও ন্যাপের বাপন দাশগুপ্ত কুঁড়েঘর ৬৫৬ ভোট পেয়েছেন।

এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। দুপুর ১টার দিকে বিনএপি প্রার্থী আবু সুফিয়ান নানা অভিযোগ তুলে পুননির্বাচনের দাবি জানান।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মঈনউদ্দীন খান বাদলের মৃত্যুতে আসনটি শুণ্য হয়।

সিভয়েস/এমআই/

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়