Cvoice24.com


পর্যটকের রগ কেটে দেয়া সেই ছিনতাইকারী ‘বন্দুকযুদ্ধে’ নিহত

প্রকাশিত: ১৫:৩৭, ৮ জানুয়ারি ২০২০
পর্যটকের রগ কেটে দেয়া সেই ছিনতাইকারী ‘বন্দুকযুদ্ধে’ নিহত

বন্দুকযুদ্ধে নিহত ছিনতাইকারী মুন্না। ছবি: সংগৃহীত

কক্সবাজার শহরে পর্যটকের হাত ও পায়ের রগ কেটে ছিনতাইয়ের ঘটনায় জড়িত শীর্ষ ছিনতাইকারী মুন্না হাসান (২৪) ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে।

বুধবার ভোর রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর এলাকায় ছিনতাইকারীদের দুই গ্রুপের মধ্যে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় মুন্না নিহত হয় বলে জানায় সদর মডেল থানা পুলিশ।

পরে খবর পেয়ে বুধবার দুপুরের দিকে মুন্নার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় থানা পুলিশ।

নিহত মুন্না কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের আবুল বশরের ছেলে। সে চিহ্নিত ছিনতাইকারী ও সম্প্রতি পর্যটকের হাত ও পায়ের রগ কেটে ছিনতায়ের ঘটনার মূল আসামি।

কক্সবাজার সদর মডেল থানার ওসি সৈয়দ আবু মো. শাহাজান কবির জানান, বুধবার ভোর রাতে ছিনতাইকারিদের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ওই ঘটনায় চিহ্নিত ছিনতাইকারী পাঁচ মামলার আসামি মুন্না হাসান মারা যায়।

পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঝাউবাগান এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে তিনি জানান।

কক্সবাজার প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়