Cvoice24.com


ঘরে বসে চার শিক্ষা সমাপনীর ফলাফল

প্রকাশিত: ০৫:১৪, ৩১ ডিসেম্বর ২০১৯
ঘরে বসে চার শিক্ষা সমাপনীর ফলাফল

ফাইল ছবি।

সারা দেশে একযোগে সকাল ১০টায় পিইসি ও ইবতেদায়ী এবং বেলা ১২টায় জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা স্কুলে যাওয়ার পাশাপাশি ঘরে বসেও ফলাফল দেখতে পারবেন। ঘরে বসে ইন্টারনেট অথবা মুঠোফোন ম্যাসেজের মাধ্যমে ফলাফল জানা যাবে। প্রথমে প্রাথমিক ও পরবর্তীতে জুনিয়র শিক্ষা সমাপনীর ফলাফল দেখার নিয়ম নিচে দেয়া হলোঃ

প্রাথমিক শিক্ষা সমাপনীর ফলাফল জানতেঃ

পদ্ধতি-১

প্রথমে www.dpe.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে রেজাল্ট অপশনে ক্লিক করতে হবে।
এরপর Examination Name সিলেক্ট করতে হবে। অতপর District>Thana>Passing Year>Roll Type করতে হবে। সবশেষে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

পদ্ধতি-২

DPE < স্পেস > পরীক্ষার্থীর আইডি নম্বর < স্পেস > পাশের বছর
এরপর Send করুন 16222 নম্বরে
উদাহরণ: DPE ****** 2019 লিখে Send করুন 16222 নম্বরে

ইবতেদায়ী শিক্ষা সমাপনীঃ

মাদ্রাসা বোর্ডের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল পেতে শুধু DPE এর স্থলে EBT লিখতে হবে
বাকি নিয়ম অপরিবর্তিত থাকবে।
উদাহরণঃ EBT ****** 2019 লিখে Send করুন 16222 নম্বরে

অ্যানড্রায়েড মোবাইলে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলঃ

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপণী পরীক্ষার ফল অ্যানড্রয়েড মোবাইলেও জানা যাবে। থেকে যেকোনো অ্যানড্রয়েড মোবাইল থেকে Primary Terminal Result (https://play.google.com/store/apps/details?id=com.coderainbd.primaryterminalresult) অ্যাপস এর মাধ্যমে ফলাফল পাওয়া যাবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৮ নভেম্বর শুরু হয়ে প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শেষ হয় ২৬ নভেম্বর। ৬টি বিষয়ের প্রতিটিতে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এবার পরীক্ষার বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) বাদ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার ২৭ লাখ ৭৭ হাজার ২৭০ জন পরীক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ছাত্র সংখ্যা ১২ লাখ ৭৮ হাজার ৭৪২ জন এবং ছাত্রী সংখ্যা ১৪ লাখ ৯৮ হাজার ৫২৮ জন। আর ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩ লাখ ১৭ হাজার ৮৫৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। এতে ছাত্র সংখ্যা ১ লাখ ৬৬ হাজার ৮১৪ জন এবং ছাত্রী সংখ্যা ১ লাখ ৫১ হাজার ৩৯ জন।

জুনিয়র শিক্ষা সমাপনীর ফলাফল জানতেঃ

পদ্ধতি-১
প্রথমে http://www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে রেজাল্ট অপশনে ক্লিক করতে হবে। এরপর Examination>Year>Board>Roll>Reg. No করতে হবে। সবশেষে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ http://www.bise-ctg.gov.bd/
ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ http://dhakaeducationboard.gov.bd/
কুমিল্লা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ http://comillaboard.gov.bd/
রাজশাহী শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ http://rajshahieducationboard.gov.bd/
যশোর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ http://www.jessoreboard.gov.bd/
বরিশাল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ http://www.barisalboard.gov.bd/
সিলেট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ https://sylhetboard.gov.bd/
দিনাজপুর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ http://dinajpureducationboard.gov.bd/
মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ http://www.bmeb.gov.bd/
কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ http://www.bteb.gov.bd/

পদ্ধতি-২
JSC < স্পেস > শিক্ষাবোর্ডের প্রথম তিন অক্ষর < স্পেস > রোল < স্পেস > পাশের বছর
এরপর Send করুন 16222 নম্বরে
উদাহরণ: JSC CHI ****** 2019 লিখে Send করুন 16222 নম্বরে

জুনিয়র দাখিল সমাপনীঃ
মাদ্রাসা বোর্ডের জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষার ফলাফল পেতে শুধু JSC এর স্থলে JDC লিখতে হবে
বাকি নিয়ম অপরিবর্তিত থাকবে।
উদাহরণঃ JDC CHI ****** 2019 লিখে Send করুন 16222 নম্বরে

প্রসঙ্গত, গত নভেম্বরে জেএসসি ও জেডিসি পরীক্ষায় অনুষ্ঠিত। এবার এই দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন। এর মধ্যে জেএসসি পরীক্ষার্থী ২২ লাখ ৬০ হাজার ৭১৬ জন। মোট ২ হাজার ৯৮২টি কেন্দ্রে এই পরীক্ষা হয়।

-সিভয়েস/এসসি

শুভ্রজিৎ বড়ুয়া

সর্বশেষ

পাঠকপ্রিয়