Cvoice24.com

চট্টগ্রামে আজ, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

সময় ঘন্টা মিনিট সেকেন্ড


এস এ গেমসে জামাল ভূঁইয়াদের প্রতিপক্ষ ভুটান

প্রকাশিত: ০৬:৫২, ২ ডিসেম্বর ২০১৯
এস এ গেমসে জামাল ভূঁইয়াদের প্রতিপক্ষ ভুটান

ছবি : সংগৃহীত

দক্ষিণ এশিয়ান গেমস ফুটবলে আজ বাংলাদেশের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ ভুটান। দশরথ স্টেডিয়ামে দুপুর সোয়া ১টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচ দিয়েই ভূমিকম্প বিধ্বস্ত স্টেডিয়ামটি আন্তর্জাতিক ফুটবলে ফিরছে।

বিশ্বকাপ বাছাইয়ের রক্ষনাত্বক কৌশল ভুলে শিষ্যদের দিয়ে আক্রমনাত্বক ফুটবল খেলাতে চান কোচ জেমি ডে।

গতকাল এপিএফ গ্রাউন্ডে খোশ মেজাজে অনশীলন করতে দেখা যায় বাংলাদেশ দলকে। আজ ভূটান শ্যাচ দিয়ে ৫ দিনে ৩ ম্যাচের চ্যালেঞ্জ আর প্রায় ৯ বছরের স্বর্ণখরা ঘোচানোর মিশন শুরু করবে বাংলাদেশ।

দক্ষিণ এশিয়ান গেমসে ভুটানের কাছে কখনই হারেনি বাংলাদেশ। যদিও শেষ দেখায় গুয়াহাটি গেমসে লাল সবুজদের ১-১ গোলে রুখে দিয়েছিলো দলটি। সেই ম্যাচের স্কোরার নাবীব নেওয়াজ জীবন এবার খেলছেন ২৩ উর্ধ্ব কোটায়। দলের ভালো শুরুর সাথে বাংলাদেশ স্ট্রাইকারের লক্ষ্য গোলে ফেরা।

ঢাকায় মাস দুয়েক আগে ভুটানের জাতীয় দলকে টানা দুই ম্যাচে নাস্তানাবুদ করেছিল টিম বাংলাদেশ। সে দলের বেশিরভাগ ফুটবলার নিয়েই কাঠমান্ডু এসেছে ভুটান। আত্মবিশ্বাসী কোচ জেমি ডে। স্ট্রাইকারদের ফর্মে ফেরাতে কৌশলেও পরিবর্তনের ইঙ্গিত ইংলিশ বসের। পরিসংখ্যান আর শক্তিমত্তায় পিছিয়ে থাকলেও বাংলাদেশকে নিয়ে ভয় নেই ভুটানের।

-সিভয়েস/এমআইএম/এসসি

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়