Cvoice24.com

চট্টগ্রামে আজ, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

সময় ঘন্টা মিনিট সেকেন্ড


ফাইনালে যেতে বাংলাদেশের দরকার ২২৯ রান

প্রকাশিত: ০৭:৩৯, ২১ নভেম্বর ২০১৯
ফাইনালে যেতে বাংলাদেশের দরকার ২২৯ রান

হাসান মাহমুদের দুর্দান্ত স্পেলে শুরুতেই তিন ব্যাটসম্যানের পতন। এর পর একটি করে উইকেট তুলে নেন সৌম্য সরকার ও তানভির ইসলাম। ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়তে হয় আফগানিস্তানকে।

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ওয়াহিদুল্লাহ সাফাকের সঙ্গে ৬৭ ও তারিক স্ট্যানিকজাইকে নিয়ে ৮৬ রানের জুটি গড়েন দারউইস রাসুলি। ৩৪ রান করে সাফাক ও ৩৩ রান করে বিদায় নেন তারিক। তবে হাল ছাড়েননি রাসুলি। ১১৪ রানের অসাধারণ এক ইনিংস খেলেন। সৌম্যর বলে আউট হবার আগে ১২৮ বলে ১১৪ রান করেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

ইমার্জিং এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৮ রান তুলতে সক্ষম হয় আফগানরা। স্বাগতিকদের হয়ে হাসান ও সৌম্য তিনটি উইকেট তুলেন। তানভির শিকার করে দুটি উইকেট।

২২৯ রান তুলতে পারলেই রোববার টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে নামতে পারবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

সিভয়েস/এএইচ

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়