Cvoice24.com


সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে 'কাইজেন' বাস্তবায়ন জরুরি : মেয়র

প্রকাশিত: ০৯:০০, ১৮ নভেম্বর ২০১৯
সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে 'কাইজেন' বাস্তবায়ন জরুরি : মেয়র

ছবি: সিভয়েস

জাইকা আয়োজিত 'কাইজেন' বিষয়ক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন 'কাইজেন' কথার অর্থ হচ্ছে দলীয় প্রচেষ্টা। দলগতভাবে সেবাকে নাগরিকের দোরগোড়ায় পৌঁছাতে সকল বিভাগে কাইজেেন বাস্তবায়ন করা সময়ের দাবি ।

নগরের সেবাদানকারী সংস্থাকে দলগত সমন্বয়ে কাজ করার মধ্য দিয়ে নগর উন্নয়ন নিশ্চিত করতে হবে। 

তিনি আরো বলেন, নগর সেবায় চসিকের ৯ হাজার ৬'শ কর্মকর্তা কর্মচারীকে প্রত্যক্ষ তদারকি করা একজন মেয়রের পক্ষে অসম্ভব ব্যাপার। স্ব স্ব বিভাগের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাকেই এই দায়িত্ব পালন করতে হবে। পরিবর্তনের মধ্য দিয়েই দেশ এগিয়ে যাচ্ছে। 

এই পরিবর্তনের নেপথ্য  শক্তি সরকারি, বেসরকারি,স্বায়ত্বশাসিত প্রতিটি সেবা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। তাদেরকে এই সত্য অনুধাবন করতে হবে। 

কর্মশালায় চসিক সচিব আবু শাহেদ চৌধুরী,  প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।

সিভয়েস/আই

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়