Cvoice24.com


৪৮ ঘন্টা বন্ধ থাকবে ওয়াসার পানি সরবরাহ

প্রকাশিত: ১৫:১২, ১৪ নভেম্বর ২০১৯
৪৮ ঘন্টা বন্ধ থাকবে ওয়াসার পানি সরবরাহ

নগরের বিভিন্ন এলাকায় কাল শুক্রবার দুপুর তিনটা থেকে আগামী রোববার বিকেল তিনটা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা শেখ রাসেল পানি শোধনাগারের পানি উৎপাদন বন্ধ রাখা হবে। চট্টগ্রাম ওয়াসার ‘পানি সরবরাহ উন্নয়ন ও স্যানিটেশন প্রকল্প’- এর ট্রান্সমিশন পাইপ লাইনে প্রেসার টেস্টের কাজের জন্য পানি সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে ওয়াসা কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম ওয়াসার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে করে মহানগরের যেসব এলাকায় পানি সরবরাহে বিঘ্ন ঘটবে- আরকান রোড ও তৎসংলগ্ন এলাকা, চান্দগাঁও আবাসিক এলাকা, আরাকান সোসাইটি ও আশপাশের এলাকা, চকবাজার ও তৎসংলগ্ন এলাকা, কেবি আমান আলী রোড ও আশপাশের এলাকা, কাতালগঞ্জ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, ডিসি রোড ও আশপাশের এলাকা, বাকলিয়া, নবাব সিরাজউদ্দৌলা রোড ও আশপাশের এলাকা, আন্দরকিল্লাহ, জামালখান, পাথরঘাট, সদরঘাট রোড ও আশপাশের এলাকা।

-সিভয়েস/এমএম/এএস

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়