Cvoice24.com


মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ব্যবসায়ীকে কারাদণ্ড

প্রকাশিত: ১২:১৪, ১৪ নভেম্বর ২০১৯
মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ব্যবসায়ীকে কারাদণ্ড

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয়ের দায়ে নগরের পাহাড়তলীতে এক ওষুধ ব্যবসায়ীকে ১৫ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক তাঁকে এ শাস্তি দেন। এসময় ওষুধ প্রশাসন অধিদফতরের তত্ত্বাবধায়ক হোসাইন মোহাম্মদ ইমরান উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত এই ব্যবসায়ীর নাম বিমল চন্দ্র দাশ। নগরের পাহাড়তলী এলাকায় ‘চন্দ্রিকা ফার্মেসি’ নামে একটি তাঁর ওষুধের দোকান রয়েছে।

হোসাইন মোহাম্মদ ইমরান বলেন, চন্দ্রিকা ফার্মেসি অভিযান চালিয়ে ২০১৮ সালে মেয়াদ চলে যাওয়া ওষুধ পাওয়া যায়। ওই দোকানে বিক্রয় নিষিদ্ধ ওষুধও মেলে। এসব অপরাধে ফার্মেসি মালিককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ওই দোকান থেকে জব্দ ওষুধগুলো ধ্বংস করা হয়েছে।

সিভয়েস/এএস

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়