Cvoice24.com


ট্রেন দুর্ঘটনা : তূর্ণার চালকসহ বরখাস্ত ৩

প্রকাশিত: ১২:০৩, ১২ নভেম্বর ২০১৯
ট্রেন দুর্ঘটনা : তূর্ণার চালকসহ বরখাস্ত ৩

ছবি : সংগৃহীত

ট্রেন দুর্ঘটনায় তূর্ণা নিশীথার তিন কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার (১১ নভেম্বর) রাত তিনটার দিকে কসবা উপজেলার মন্দবাগে চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীথা ও সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন দুটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার দায়ে তাদের তিনজনকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন রেল সচিব মোহাম্মদ মোফাজ্জল হোসেন।

দুর্ঘটনায় এ পর্যন্ত ১৬ জন নিহত ও অর্ধ শতাধিক মানুষ আহত রয়েছেন।

বরখাস্তদের মধ্যে তূর্ণা নিশীথা ট্রেনের চালক (লোকো মাস্টার) তাছের উদ্দিন, সহকারী চালক (সহকারী লোকো মাস্টার) অপু দে ও গার্ড আব্দুর রহমান রয়েছেন।

এদিকে ঘটনা তদন্তে গঠিত কমিটিকে আগামী দুই দিনের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।

স্টেশন সূত্রে জানা গেছে, তূর্ণা নিশীথা ট্রেনকে মন্দবাগ রেলস্টেশনে দাঁড়ানোর জন্য সিগন্যাল দেওয়া হয়। ওই সিগন্যালে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস প্রধান লেন থেকে এক নম্বর লাইনে যেতে শুরু করে। তবে প্রতিবেদন পাওয়ার আগে কী কারণে ঘটনাটি ঘটেছে, সেটি নিশ্চিত হওয়া যাচ্ছে না বলে জানান রেল সচিব।

-সিভয়েস/এসসি

 

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়