Cvoice24.com


কারের ডেস্ক বোর্ড থেকে বের হল ইয়াবা

প্রকাশিত: ১০:০২, ৯ নভেম্বর ২০১৯
কারের ডেস্ক বোর্ড থেকে বের হল ইয়াবা

নগরীর খুলশী থানাধীন এলাকায় জিইসি মোড়ে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-৭ এর একটি দল। এসময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করে র‌্যাব। চট্টগ্রাম থেকে ইয়াবাগুলো নিয়ে ঢাকায় যাচ্ছিলেন বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর অধিনায়ক মো. মাহমুদুল হাসান মামুন।

গতকাল রাত আনুমানিক ১০টার দিকে জামান হোটেল’স মেজবানী এন্ড কাবাব হাউজ এর সামনে থেকে ৭ হাজার ৭শ' পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটকেরা হলেন, ঢাকা ওয়ারী থানার ৪১নং ওয়ার্ডের ১নং জোড়পুল লেনের টিপু সুলতান রোডের বাসিন্দা মো.সাইদুল ইসলামের ছেলে মো. তুহিন ইসলাম (২৯) ও  ফরিদপুরের বোয়ালমারী থানার শেখর মোল্লা বাড়ির বাসিন্দা মো. নুরনবীর ছেলে নুর জামাল (৩০) ড্রাইভার।

র‌্যাব জানায়, চট্টগ্রাম হতে বিপুল পরিমান ইয়াবা নিয়ে একটি প্রাইভেট কার ঢাকার দিকে জিইসি সড়ক পথে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে জিইসি মোড় আক্তারুজ্জামান ফ্লাইওভারের নিচে রাস্তার পশ্চিম পাশে চেক পোস্ট বসায় র‌্যাব। এসময় চেকপোস্টের দিকে আসা একটি কারকে দাঁড়ানোর জন্য সংকেত দিলে সে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময়  র‌্যাব সদস্যরা তার পিছু নিয়ে কারটিকে গতিরোধ করে। পরে কারটিতে থাকা দুজনকে আটক করে তাদের স্বীকারোক্তিমতে ডেস্কবোর্ড থেকে ৭ হাজার ৭শ' পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অধিনায়ক মাহমুদুল হাসান মামুন বলেন, গ্রেফতারকৃত আসামি, উদ্ধারকৃত ইয়াবা ও আন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩৮ লক্ষ ৫০ হাজার টাকা।

-সিভয়েস/এসসি

 

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়