Cvoice24.com


চট্টগ্রাম থেকে ট্রেন ছাড়ছে শিডিউল অনুযায়ী

প্রকাশিত: ০৬:৪৭, ৯ নভেম্বর ২০১৯
চট্টগ্রাম থেকে  ট্রেন ছাড়ছে শিডিউল অনুযায়ী

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম রেল স্টেশন থেকে এখনো পর্যন্ত যথাসময়ে ট্রেন ছেড়ে গেছে। সকাল ৭টায় সুবর্ণ এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে, পাহাড়ীকা এক্সপ্রেস ৯টায় সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। একই সাথে মহানগর গোধূলী তিনটায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

 মহানগর এক্সপ্রেস দুপুর ১২টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে, মেঘনা এক্সপ্রেস চাঁদপুর উদ্দেশে বিকেল ৫টা ১৫ মিনিটে, সোনার বাংলা বিকেল ৫টায় ঢাকার উদ্দেশে ও তূর্ণা এক্সপ্রেস রাত ১১টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে বলে জানিয়েছেন পূর্বাঞ্চলের রেল কর্তৃপক্ষ।

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) নাসির উদ্দিন আহমেদ বলেন, ট্রেনের শিডিউল ঠিক রেখেছে রেলওয়ে। সবকটি ট্রেন ঠিক সময়ে ছেড়ে যাচ্ছে। তবে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে স্বাভাবিকের চেয়ে কিছুটা কম গতিতে ট্রেন চালানো হচ্ছে।

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী ও চাঁদপুরসহ এর আশপাশের দ্বীপ ও চরগুলোতে  ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

-সিভয়েস/এসসি

 

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়