Cvoice24.com


মালয়েশিয়া পাচারের আগে ১৫ রোহিঙ্গা উদ্ধার

প্রকাশিত: ০৫:০৭, ২ নভেম্বর ২০১৯
মালয়েশিয়া পাচারের আগে ১৫ রোহিঙ্গা উদ্ধার

প্রতীকী ছবি

কক্সবাজার সদরে নারী ও শিশুসহ ১৫ রোহিঙ্গাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। শুক্রবার রাত ১১টার দিকে ইসলামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাঝেরপাড়া থেকে তাদের আটক করা হয়। মালয়েশিয়া পাচারের জন্য তাদের এখানে আনা হয়েছিল বলে জানান স্থানীয়রা।

ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী জানান, রাতের অন্ধকারে ওই ১৫ নারী-পুরুষের চলাফেরা সন্দেহজনক মনে হয়। এরপর স্থানীয়রা তাদের আটকে আটকে রেখে পুলিশকে খবর দেয়।

পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সবাই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ও মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করেন।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মহিউদ্দিন জানান, পাচারের জন্য ওই রোহিঙ্গাদের সেখানে জড়ো করা হয়ে থাকতে পারে। তবে পাচার কাজে কারা জড়িত এ বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে রোহিঙ্গা ক্যাম্পে ফেরৎ পাঠানো হবে।

সিভয়েস/আই

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়