Cvoice24.com


পেঁয়াজের অস্থিরতা কাটতে সময় লাগবে আরো এক মাস: বাণিজ্যমন্ত্রী 

প্রকাশিত: ১২:৪৬, ২৭ অক্টোবর ২০১৯
 পেঁয়াজের অস্থিরতা কাটতে সময় লাগবে আরো এক মাস: বাণিজ্যমন্ত্রী 

পাইকারিতে সেঞ্চুরি পার করা পেঁয়াজের বাজার স্বাভাবিক হতে আরও এক মাস সময় লাগবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি।

রোববার (২৭ অক্টোবর) নগরের আউটার স্টেডিয়ামে মাসব্যাপী ৬ষ্ঠ বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘নিজেদের পেঁয়াজ উৎপাদন কম থাকায় আমাদের কষ্টে পড়তে হয়েছে। এটি আমাদের জন্য একটি শিক্ষা। এ বিষয়ে কৃষিমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি এবার থেকে দেশে পেঁয়াজ উৎপাদন বাড়াতে নজর দিবেন। এবছর আমাদের একটু কষ্ট করতে হবে। আশাা করছি সামনের বছর থেকে আমাদের আর কারো উপর নির্ভর করে থাকতে হবে না।’

‘আগামী এক সপ্তাহের মধ্যে মিশর থেকে আরও পেঁয়াজ আসার কথা রয়েছে। সেগুলো আসলে দাম কমে ৮০ টাকার মধ্যে পাবো। তবে সামগ্রিক কষ্ট লাঘবে হয়ত আরও অন্তত ১ মাস অপেক্ষা করতে হবে।’

মজুদকারীদের বিরুদ্ধে শক্ত অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা বাজারগুলো মনিটরিং করছি। মজুদকারীদের বিরুদ্ধেও শক্ত ব্যবস্থা নিচ্ছি। চাপ দেয়ায় কিছু পেঁয়াজ পঁচেও গেছে। কিন্তু কাউকে জেলখানায় নিয়ে ব্যবস্থা নেয়ার মানসিকতা আমাদের নেই। এতে করে তারা বিগড়ে যাবে। ফলে মানুষদের কষ্টটাও আরও বাড়বে।’

‘আমরা তাদের প্র্যো-অ্যাকটিভ করতে চাই, বোঝাতে চাই। তাতে কিছু কাজ হয়েছে। সবচেয়ে বড় কথা, সমস্যাটা আরও এক মাস থাকবে। মিশরের পেঁয়াজ ঢুকলে দাম কমে আসবে।’

নিজেদের স্বয়ংসম্পূর্ণ করতে চান জানিয়ে মন্ত্রী বলেন, ‘ভারতের ওপর নির্ভরতা কমানোর বিষয় না, বরং নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হতে চাই। বর্তমানে আমাদের চাল ছাড়াও আলু প্রায় ৩০ লাখ টন উদ্বৃত্ত আছে।’

চট্টগ্রামে টিসিবির কার্যক্রম নেই, সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি আরও বলেন, ‘ঢাকায় ফিরে কালকেই এ ব্যাপারে কথা বলবো। যদি সম্ভব হয়, ১০টি পয়েন্টে পেঁয়াজ বিক্রির কথা বলবো।’

-সিভয়েস/এএফ/এএস

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়