Cvoice24.com


দুদকের গণশুনানিতে অনুপস্থিত অভিযোগকারীরা!

প্রকাশিত: ০৬:৫৫, ১৪ অক্টোবর ২০১৯
দুদকের গণশুনানিতে অনুপস্থিত অভিযোগকারীরা!

দুদকের গণশুনানিতে বক্তব্য রাখছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের বিভিন্ন অনিয়ম নিয়ে দুর্নীতিদমন কমিশন দুদকের গণশুনানিতে অভিযোগ কারীদের বেশিরভাগই ছিল অনুপস্থিত।  

সোমবার (১৪ অক্টোবর) সকাল ১০টা থেকে চমেক হাসপাতালের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে সকাল সাড়ে ৯টা থেকে শুরু হলেও মূল অনুষ্ঠান শুরু হয় ১১টায়। অনুষ্ঠান শুরু হলেও লিখিতভাবে (অভিযোগ দেওয়া) অভিযোগকারীরা প্রায়ই অনুপস্থিত।  

শুনানি চলাকালে বেশিরভাগ অভিযোগ ছিল প্রকৌশল ও রাজস্ব বিভাগের বিরুদ্ধে। এছাড়া আগ্রাবাদ এলাকার মাহবুবুল আলম নামের একজন পরিচ্ছন্ন কর্মীকে ১০ লক্ষ টাকা ও জাল সার্টিফিকেটের মাধ্যমে পদোন্নতির অভিযোগ উঠে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল ইসলাম সিদ্দিকীর বিরুদ্ধে।

বিষয়টি সিটি মেয়র আজম নাছির উদ্দীনকে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন দুদক কমিশনার (তদন্ত) এএফএম আমিনুল ইসলাম।

সিভয়েস /ইএ/এএইচ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়