Cvoice24.com


বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উদযাপন

প্রকাশিত: ০৯:০৪, ১৩ অক্টোবর ২০১৯
বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উদযাপন

ছবি: সিভয়েস

'হিংসা, হানাহানি নয়, ছড়িয়ে দেই মৈত্রীর বার্তা' এ স্লোগানে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে দেশ, জাতি, সকল প্রাণী এবং বিশ্বের শান্তি ও মঙ্গল কামনায়  বান্দরবানে রবিবার সকাল  বৌদ্ধ কল্যাণ পরিষদ এর যৌথ আয়োজনে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়েছে । 

বৌদ্ধ ধর্মাবলম্বীরা জানান, বৌদ্ধ ভিক্ষুসংঘের আত্মবিশ্লেষণাত্মক এবং অধিষ্ঠানমূলক শিক্ষাব্রতবিশেষ।

এ সময় ভিক্ষুরা বিধিবদ্ধ শিক্ষা ও একান্ত ধ্যান-সমাধির চর্চা করেন। এ ব্রত জীবনকে সত্যিকার মুক্তির পথে নিয়ে যায়। বুদ্ধের সময় থেকেই এ ব্রত পালিত হয়ে আসছে।  বুদ্ধদেব স্বয়ং রাজগৃহে অবস্থানকালে ভিক্ষুসংঘের জন্য এই বর্ষাবাস বিধান প্রবর্তন করেন। বর্ষাবাস পালনের উদ্দেশ্য তৃণ-গুল্মাদির জীবন রক্ষা করা। বর্ষায় জলসিক্ত ও কর্দমাক্ত পথে ভ্রমণকালে জ্ঞাতে-অজ্ঞাতে সবুজ তৃণ, চারাগাছ এবং ক্ষুদ্র প্রাণী পদদলিত হওয়ার সমূহ সম্ভাবনা থাকে।

তাই বুদ্ধদেব এ সময়ে সর্বাধিক পরিভ্রমণ ত্যাগ করে নিজ নিজ বিহারে অবস্থানপূর্বক অনুশীলনমূলক ধর্মীয় বিষয়াদি (শীল, সমাধি ও প্রজ্ঞা) চর্চা করার বিধান দিয়েছেন। প্রবারণা পূর্ণিমার পরেরদিন থেকে মাসব্যাপী বিভিন্ন বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হবে কঠিন চীবর  দানোৎসব ৷ 

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আজ রোববার সন্ধ্যায় দেশ ও জাতির মঙ্গল কামনায় ফানুস ঊড়ানো এবং হাজার প্রদীপ প্রজ্জ্বালন করা হবে ৷

সিভয়েস/আই

বান্দরবান প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়