Cvoice24.com


বন্দরে চাঞ্চল্যকর ঘটনা: সুতার বদলে এলো মাটি

প্রকাশিত: ১২:৫৩, ৯ অক্টোবর ২০১৯
বন্দরে চাঞ্চল্যকর ঘটনা: সুতার বদলে এলো মাটি

চট্টগ্রাম বন্দরে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এঘটনাকে মানি লন্ডারিং ঘটনা বলে ধারণা করছে চট্টগ্রাম কাস্টম হাউজ। চীন থেকে ২৫টন সুতা ভর্তি একটি কনটেইনার খোলার পর দেখা মিলে বালু ও মাটির বস্তা। এরপরই উপস্থিত সকলের মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়।

বন্দর সুত্র জানায়, চালানটির ইনভেন্ট্রি (প্রাপ্ত পণ্যের তালিকা তৈরি) চলছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মানি লন্ডারিং। তবে ব্যাংকে আমদানি ঋণপত্রের বিপরীতে টাকা পরিশোধ হয়েছে কিনা, আমদানিকারকের অতীত রেকর্ড, রপ্তানিকারকের ভুল বা প্রতারণা ইত্যাদি খতিয়ে দেখা হচ্ছে।

বুধবার (৯ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম বন্দরে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. ফখরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, গাজীপুরের এনজেড এক্সেসরিজ লিমিটেডের নামে চালানটি বন্দরে আসে। এক কনটেইনারের চালানটি খালাসের দায়িত্বে ছিল চট্টগ্রামের আগ্রাবাদের সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান কালকিনি কমার্শিয়াল এজেন্সিজ লিমিটেড। গোপন সংবাদের ভিত্তিতে চালানটি আটক করা হয়েছে। 

-সিভয়েস/এমএম/এসসি

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়