Cvoice24.com

চট্টগ্রামে আজ, মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪

সময় ঘন্টা মিনিট সেকেন্ড


যৌতুকের জন্য স্ত্রীকে মারধর : স্বামীর ১০ বছরের কারাদণ্ড

প্রকাশিত: ১২:১১, ৬ অক্টোবর ২০১৯
যৌতুকের জন্য স্ত্রীকে মারধর :  স্বামীর ১০ বছরের কারাদণ্ড

ফাইল ছবি।

যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের ঘটনায় দায়েরকৃত মামলায় স্বামী মো. রফিককে (৫৩)  ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন খাগড়াছড়ি জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের (ভারপ্রাপ্ত) বিচারক রেজা মো. আলমগীর হাসানের আদালত। একই সাথে এক লাখ টাকা জরিমানা করা হয় রফিককে।

রোববার (৬ অক্টোবর) বিকেলে আদালতে ছয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন আদালত। এসময় রফিক আদালতে উপস্থিত ছিলেন।  

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মহিউদ্দিন কবির জানান,২০১৮ সালের ২২ এপ্রিল নিজ বাসায় যৌতুকের দাবিতে স্ত্রী আনোয়ারা বেগমকে মারধর করে তার স্বামী রফিক। এ ঘটনায় আনোয়ারা বাদী হয়ে সদর থানায় রফিককে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমণ আইনে একটি মামলা দায়ের করেন।

সিভয়েস/এসসি

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়