Cvoice24.com

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
সৌহার্দ্য সৃষ্টির অনন্য মাধ্যম খেলাধুলা: মেয়র

প্রকাশিত: ১৩:৪৯, ২৬ সেপ্টেম্বর ২০১৯
সৌহার্দ্য সৃষ্টির অনন্য মাধ্যম খেলাধুলা: মেয়র

ছবি: সিভয়েস

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মহানগর অনুর্ধ-১৭ (বালক/বালিকা) ফাইনাল খেলা  অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার বিকালে বন্দর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। 

টুর্নামেন্টের বালক বিভাগে পাঁচলাইশ জোনকে ৬-১ গোলে পরাজিত করে বন্দর জোন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। খেলায় তানভীর হাসান হ্যাটট্রিক, সুমন দাশ ১টি ও আরিফুর নয়ন ১টি গোল করে দলকে জয়ের লক্ষ্যে নিয়ে যান। পাঁচলাইশ জোনের পক্ষে তুষার ১ গোল করেছে। 

অপরদিকে বালিকা বিভাগে চান্দগাঁও জোনকে ১-০ গোলে পরাজিত করে পাহাড়তলী জোন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। পাহাড়তলীর পক্ষে গোলটি করেন তাসফিয়া উম্মে সালমা। 

সমাপনী অনুষ্ঠানে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, পরস্পরের মধ্যে সম্পর্ক, সৌহার্দ্য সৃষ্টির অনন্য মাধ্যম খেলাধুলা। প্রজন্মকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলায়ও মনোনিবেশ করা সময়ের দাবি। প্রজন্মের হাত ধরেই আমরা আন্তর্জাতিক অঙ্গনে নিজেদেরকে উর্ধ্বে তুলে ধরতে চাই। আমাদের সম্ভাবনা আছে সেই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে খেলোয়াড়কে নিয়মিত প্রশিক্ষণ, অনুশীলন করতে হবে। নিয়মিত টুর্নামেন্ট খেলতে হবে। তিনি খেলোয়াড়দের মান উন্নয়নে সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন।

চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে মো. আবু হাসান সিদ্দিক, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, শহীদুল ইসলাম, নজরুল ইসলাম লেদু, মো ইউসুফ, টুর্নামেন্ট কর্মকর্তা মনোরঞ্জন দেসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

-সিভয়েস/ইউডি/এসএ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়