Cvoice24.com


রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র করে দেওয়ায় চট্টগ্রামে আটক ৩

প্রকাশিত: ০৪:১৫, ১৭ সেপ্টেম্বর ২০১৯
রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র করে দেওয়ায় চট্টগ্রামে আটক ৩

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র করে দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের এক কর্মচারীসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় নির্বাচন কমিশনের লাইসেন্স করা ল্যাপটপ জব্দ করা হয়।

সোমবার (১৭ সেপ্টেম্বর) রাতে ওই তিনজনকে আটক করা হয়।  তারা হলেন,  ডাবলমুরিং থানা নির্বাচন অফিসের অফিস সহায়ক জয়নাল আবেদীন, পটিয়ার বিজয় দাস ও তার বোন সীমা দাস।

এর মধ্যে বিজয় দাস গাড়িচালক ও সীমা চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালের আয়া পদে অস্থায়ীভিত্তিতে কর্মরত আছেন।

নির্বাচন কার্যালয়ের কর্মকর্তারা জানান, এই চক্রের সঙ্গে আরও কর্মচারী জড়িত আছে। তাদেরও পর্যায়ক্রমে তদন্তের মাধ্যমে বের করা হবে।

সিভয়েস/এএইচ

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়