Cvoice24.com


টি-টোয়েন্টি দলে নতুন তিন মুখ

প্রকাশিত: ০৬:১৮, ১৬ সেপ্টেম্বর ২০১৯
টি-টোয়েন্টি দলে নতুন তিন মুখ

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ হারার পর পরিবর্তনের ছড়াছড়ি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ দলে। চট্টগ্রাম পর্বের দুই ম্যাচের জন্য দলে নেওয়া হয়েছে মোহাম্মদ নাঈম শেখ ও আমিনুল ইসলাম বিপ্লবকে। প্রথমবার টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন নাজমুল হোসেন শান্ত।

চট্টগ্রাম পর্বের জন্য দলে পরিবর্তন আছে আরও। ফিরেছেন দুই পেসার রুবেল হোসেন ও শফিউল ইসলাম।

বাঁহাতি ওপেনার নাঈম বাংলাদেশে ‘এ’, ইমার্জিং দল ও বিসিবি একাদশে খেলেছেন। আমিনুল ব্যাটিংয়ের পাশাপাশি লেগ স্পিন করতে পারেন।

সিরিজের প্রথম ম্যাচে হারতে হারতে জিম্বাবুয়ের বিপক্ষে জয় পায় স্বাগতিক বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ঠিকই হারতে হয়েছে।

বেশ কয়েক মাস বাদে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে খেলা হওয়ায় উইকেটের আচরণ নিয়ে সব দল অন্ধকারে ছিল। স্বাগতিক হয়েও বাংলাদেশকে মনে হচ্ছে বেশি অন্ধকারে। দ্বিতীয় ম্যাচের আগে হঠাৎ ডাকা হয় পেসার আবু হায়দার রনি। তাকে না খেলিয়ে আবার বাদ দেওয়া হয়েছে।

বাদ পড়েছেন সৌম্য সরকারও। না খেলে বাদ পড়েছেন মেহেদি হাসান ও ইয়াসিন আরাফাত।

রুবেল ২০১৮ সালের আগস্টে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেন। শ্রীলঙ্কা সফরের ওয়ানডে দলে ছিলেন তিনি।

সৌম্য প্রথম ম্যাচে ৪ রান করার পর দ্বিতীয় ম্যাচে খাতা খোলার আগেই পথ ধরেন। শেষ ৯ ম্যাচে একটি অর্ধশতক তার।

বাংলাদেশের তৃতীয় ম্যাচ ১৮ সেপ্টেম্বর, প্রতিপক্ষ জিম্বাবুয়ে। ফাইনালের আগে শেষ ম্যাচ ২১ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, লিটন কুমার দাস, আফিফ হোসেন, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফ উদ্দিন, নাঈম শেখ, আমিনুল ইসলাম বিপ্লব, নাজমুল হোসেন শান্ত।

সিভয়েস/এএইচ

ক্রীড়া ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়