Cvoice24.com


পেঁয়াজের বাজারে ফের উত্তাপ

প্রকাশিত: ১২:৫৭, ১৫ সেপ্টেম্বর ২০১৯
পেঁয়াজের বাজারে ফের উত্তাপ

ফাইল ছবি।

বন্যার কারণে আমদানি কম হওয়ার অজুহাতে ফের পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে খাতুগঞ্জের আমদানিকারকরা। গত বৃহস্পতিবার পর্যন্ত পাইকারিতে ৪৩-৪৪ টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ মাত্র দুই দিনের ব্যবধানে গতকাল শনিবার হঠাৎ দাম বাড়িয়ে বিক্রি হচ্ছে ৫৭-৫৮ টাকায়।
 
ফলে বিভিন্ন খুচরা বাজারে দ্রুত ছড়িয়ে পড়েছে এর প্রভাব। বিক্রি হচ্ছে ৬৫-৭০ টাকা পর্যন্ত। তবে আজ রোববার (১৫ সেপ্টেম্বর) কিছুটা দাম কমে বিক্রি হচ্ছে ৫০-৫২ টাকায়।

অন্যদিকে গত সপ্তাহের তুলনায় পাইকারিতে প্রতি কেজি আদায় ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১২৫-৩০ টাকায়। আর খুচরায় বিক্রি হচ্ছে ১৪০-৪৫ টাকা পর্যন্ত। তবে রসুনের দাম স্থিতিশীল রয়েছে। গত সপ্তাহের মতই পাইকারিতে ১০৮-১০ টাকা ও খুচরায় বিক্রি হচ্ছে ১৩০ টাকা পর্যন্ত। 

খাতুনগঞ্জ হামিদিয়া মার্কেট কাঁচা পণ্যের আড়তদার জাবেদ ইকবাল সিভয়েসকে বলেন, ভারতে বন্যার কারণে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় আমদানিকারকরাও দাম বাড়িয়ে দিয়েছে। তবে আজ রাতের মধ্যে বার্মা থেকে পেঁয়াজ আসার কথা রয়েছে। যদি আসে তাহলে দাম আরও কমে আসবে।

তিনি বলেন, পেঁয়াজের দাম বাড়ালেও আমরা ক্রেতা পাচ্ছিনা। ফলে আমাদের লোকসানে পড়তে হচ্ছে। এ অবস্থা বিরাজ করলে পেঁয়াজের দাম আরও কমিয়ে দেয়া হতে পারে।

জান যায়, বাংলাদেশের পেঁয়াজের বাজার ভারত নির্ভর হলেও মাঝে মাঝে মিয়ানমার থেকেও আমদানি করা হয়। তবে বর্তমানে চীন, মিশরসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানির কথা ভাবছে ব্যবসায়ীরা। কিন্তু এসব দেশের পেঁয়াজের আকার বড় হলেও ঝাঁঝ কম। ফলে ক্রেতাদের চাহিদা তেমন থাকে না। 
 
এদিকে দেশে প্রতিবছর ২৩ লাখ টন পেঁয়াজ উৎপাদন হলেও তা চাহিদার চেয়ে অনেক কম। তাই ২০১৮-১৯ অর্থবছরে ভারত থেকে আরও ১১ লাখ ৩৬ হাজার টন পেঁয়াজ আমদানি করা হয়। যা গত অর্থবছরের তুলনায় ১ লাখ ৩৬ হাজার টন বেশি। 

প্রশাসনের যথাযথ তদারকির অভাবে পেঁয়াজের হঠাৎ দাম বাড়ানো হচ্ছে জানিয়ে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় সহ-সভাপতি এস এম নাজের হোসাইন সিভয়েসকে বলেন, ‘আমরাও এসব বিষয়ে কোনো উদ্যোগ নিতে পারছিনা। প্রশাসনও কোনো ধরণের তদারকিতে আগ্রহী নয়। তাই অসহায় জনগণকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।’ এসময় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত সমস্যা সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান।

-সিভয়েস/এএফ/এসএ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়